#নেপাল: ফের তুষার ধস এভারেস্টের বেস ক্যাম্পে ৷ তুষার ধসের সঙ্গে ব্যাপকভাবে চলছে তুষার বৃষ্টিও ৷ যার ফলে এভারেস্ট অভিযান শুরু হওয়া নিয়ে সংশয়ে তৈরি হয়েছে ৷
আরও পড়ুন সকাল ১০টার মধ্যে জেলায় জেলায় আছড়ে পড়বে ঝড়, সঙ্গে বৃষ্টিও
খুমভু আইস ফলে ইতিমধ্যেই তুষার ধসের খবরে সংশয় আরো বেড়েছে ৷ ক্যাম্পে পৌঁছানোর ১টি রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে এই ধস ও বৃষ্টির ফলে ৷
১৩মে শুরু হওয়ার কথা ছিল এবছরের এভারেস্ট অভিযান ৷ কিন্তু যা পরিস্থিতি তাতে অভিযাত্রীদের কথা ভেবেই পিছিয়ে যেতে পারে অভিযান ৷ অপেক্ষা করা হতে পাতে তুষার ধস ও বৃষ্টি কমার, তারপরই আরম্ভ হবে এবছরের এভারেস্ট অভিযান ৷
আরও পড়ুন প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত বীরভূম, বজ্রাঘাতে মৃত ২, ব্যাহত ট্রেন চলাচল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Everest base camp, Everest trek, Local news, Mount Everest