হাতে আর মাত্র কয়েকটা দিন...রোজই বাড়ছে জলস্তর, ধেয়ে আসছে বিধ্বংসী প্লাবন

Last Updated:

হিসাব মতে, প্রতি বছর ২৪১ বিলিয়ন টন বরফ গলেছে আন্টার্কটিকায়। ফলে সারা সমুদ্রে বাড়ছে জলস্তর

#কলকাতা: সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে বিশ্বউষ্ণায়ন। গলে যাচ্ছে অ্যান্টার্কটিকার বরফ। বিপদ বাড়ছে ভারতের। বিজ্ঞান পত্রিকা ‘‌নেচার’‌–এর ৪২টি সংগঠনের ৮৪জন গবেষকদের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিশ্ব উষ্ণায়নের ফলে ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত, গত পাঁচ বছরে অ্যান্টার্কটিকার বরফের স্তর তিন গুণ বেশি গলেছে । হিসাব মতে, প্রতি বছর ২৪১ বিলিয়ন টন বরফ গলেছে আন্টার্কটিকায়। ফলে সারা সমুদ্রে বাড়ছে জলস্তর। অথচ, ১৯৯২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত অ্যান্টার্কটিকায় প্রতিবছর বরফ গলেছিল ৮৪ বিলিয়ন টন।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এইভাবে বরফ গলার পরিমাণ বাড়তে থাকায় সব চেয়ে খারাপ প্রভাব পড়তে চলেছে অ্যান্টার্কটিকার সব চেয়ে কাছে অবস্থিত ভারত মহাসাগরে। ২১০০ সালের মধ্যে ভারত মহাসাগরের জলস্তর প্রায় দু’‌মিটার বেড়ে যেতে পারে। তারমান, সমুদ্রপৃষ্ঠ থেকে দু’‌মিটার ডুবে যাবে ভারত। ইংল্যান্ডের লিড্‌স বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অ্যান্ড্রু শেপার্ড বলছেন, অ্যান্টার্কটিকা একাই সমুদ্রের জলস্তর প্রায় অর্ধেক ফুট বা ১৬ সেন্টিমিটার বাড়িয়ে দিতে সক্ষম এবং তা হতে চলেছে এই শতকের শেষের দিকেই। আবহাওয়া পরিবর্তনের ফলেই এই পরিস্থিতি উৎপন্ন হয়েছে বলে ক্ষোভপ্রকাশ করেছেন তিনি।
advertisement
ওয়ালিদ আবদালাতি (নাসার প্রাক্তন প্রধান বিজ্ঞানী, বর্তমানে কলোরাডো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী) বলছেন, ক্রমে আবহাওয়া আরও উষ্ণ হবে। ফলে, খুব শীঘ্রই পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠবে।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
হাতে আর মাত্র কয়েকটা দিন...রোজই বাড়ছে জলস্তর, ধেয়ে আসছে বিধ্বংসী প্লাবন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement