Jet Airways এর ফাউন্ডার নরেশ গয়ালের ১২টি ঠিকানায় অভিযান চালাল ED

Jet Airways এর ফাউন্ডার নরেশ গয়ালের ১২টি ঠিকানায় অভিযান চালাল ED

দিল্লি ও মুম্বইয়ে নরেশ গয়ালের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয় ৷

  • Share this:

#নয়াদিল্লি: Jet Airways এর ফাউন্ডার নরেশ গয়ালের বাড়ি ও অফিস মিলিয়ে ১২টি জায়গায় অভিযান চালায় ইডি ৷ শুক্রবার ইডি বিদেশি বিনিয়োগ আইন লঙ্ঘন করার জেরে গয়ালের বাড়িতে অভিযান চালায় ৷

দিল্লি ও মুম্বইয়ে নরেশ গয়ালের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয় ৷ Foreign Exchange Management Act(FEMA) মামলায় এই তল্লাশি বলে জানা গিয়েছে ৷ গয়ালের বিরুদ্ধে তথ্য প্রমানের খোঁজেই তল্লাশি বলে জানানো হয়েছে সংস্থার তরফে ৷ আর্থিক সঙ্কটের জেরে ১৭ এপ্রিল থেকে জেট এয়ারওয়েজের পরিষেবা আপাতত বন্ধ রয়েছে ৷

জুলাই মাসে সংস্থার একাধিক আর্থিক দুর্নীতির বিষয় সামনে এসেছে ৷ এরপরই চেয়ারম্যান পদ ছেড়ে দেন নরেশ গয়াল ৷

First published: 08:19:20 PM Aug 23, 2019
পুরো খবর পড়ুন
अगली ख़बर