Elections in Jammu and Kashmir: খুব শীঘ্রই ভোট জম্মু-কাশ্মীরে, জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন

Last Updated:

আগামী ৩রা নভেম্বর হরিয়ানার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। ঠিক তেমনই সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে বিধানসভার ভোট কার্যকর করতে হবে জম্মু-কাশ্মীরে। সেই অনুযায়ীই পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন।

জাতীয় নির্বাচন কমিশন
জাতীয় নির্বাচন কমিশন
নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরে নির্বাচনের দিন ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। জম্মু-কাশ্মীর ছাড়াও নির্বাচন হবে হরিয়ানাতেও। আগামী শুক্রবার বেলা ৩টে এই দুই রাজ্যের বিধানসভার ভোটের দিন সবিস্তারে জানানো হবে।
আগামী ৩রা নভেম্বর হরিয়ানার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। ঠিক তেমনই সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে বিধানসভার ভোট কার্যকর করতে হবে জম্মু-কাশ্মীরে। সেই অনুযায়ীই পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল জম্মু-কাশ্মীর এবং হরিয়ানার পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যায়।
advertisement
advertisement
এর আগে ২০১৮ সালের ২০ ডিসেম্বর থেকে গোটা জম্মু-কাশ্মীরে সংবিধানের ৩৫৬ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি হয়। ক্রমেই তার মেয়াদ বেড়ে দাঁড়ায় ৩রা জুলাই ২০১৯ পর্যন্ত।
ঠিক তার পরের মাসে অর্থাৎ ৫ই অগাস্ট ২০১৯ সালে কেন্দ্রের তরফ থেকে সংবিধানের ৩৭০ ধারার বিলোপ সংক্রান্ত আইন আনা হয়। জম্মু-কাশ্মীরকে অঙ্গরাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করানো হয়। জম্মু-কাশ্মীরের পাশাপাশি তার সঙ্গে যুক্ত করা হয় লাদাখকেও।
advertisement
এরপর একের পর মামলা দায়ের হয় ৩৭০ ধারা ফিরিয়ে আনার জন্য। কিন্তু ২০২৩ সালে ১১ই ডিসেম্বর সুপ্রিম কোর্ট কেন্দ্রের সিদ্ধান্তকেই মান্যতা দেয়। এবং নির্দেশিকা জারি করে ৩০শে সেপ্টেম্বর ২০২৪-এর মধ্যে বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। এরপরেই নির্বাচনের দিন ঘোষণার কথা জানালো জাতীয় নির্বাচন কমিশন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Elections in Jammu and Kashmir: খুব শীঘ্রই ভোট জম্মু-কাশ্মীরে, জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন
Next Article
advertisement
Pallab Kirtania Controversy: লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার!
লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? বিস্ফোরক অভিযোগ পল্লব কীর্ত্তনীয়ার!
  • আবারও শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। এবার সরব হলেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। লগ্নজিতার হয়ে পাশে দাঁড়ানোয় তাঁর গানের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার অভিযোগ তুললেন শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমন  দিকে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্ড ছাপানো হয়ে গেলেও রাজনৈতিক চাপেই বড়দিনে তাঁর অনুষ্ঠান বাতিল করেছেন উদ্যোক্তারা।

VIEW MORE
advertisement
advertisement