চূড়ান্ত নির্ঘণ্ট প্রকাশের আগে লোকসভা ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক আজ
Last Updated:
#নয়াদিল্লি: এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেনি নির্বাচন কমিশন তবে আজ লোকসভা নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠক করতে চলেছে নির্বাচন কমিশন ।
বৈঠকের নেতৃত্ব দেবেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। সবকটি রাজ্যের নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতেই এই বৈঠক।
নির্বাচন কমিশনের তরফ থেকে আগেই জানানো হয়েছে যে কোনও দিনই লোকসভা ভোটের তারিখ ঘোষণা হতে পারে, খুব সম্ভবত মঙ্গলবারের মধ্যে এই তারিখ ঘোষণা হবে ।
advertisement
এছাড়া কমিশন সূত্রের খবর লোকসভা ভোটের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম ও অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচন নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে এই বৈঠকে ।
advertisement
৫৪৩ লোকসভা আসনের ভোটের জন্য দেশজুড়ে প্রায় ১০ লক্ষ পোলিং স্টেশন গঠন করা হবে । প্রায় ৭-৮ দফায় এই নির্বাচন সম্পন্ন হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 09, 2019 12:27 PM IST