'নেহেরুর সঙ্গে বাকি প্রধানমন্ত্রীদের গোলাবেন না', মোদিকে কড়া চিঠি মনমোহনের

Last Updated:

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বাসভবন ঐতিহাসিক তিন মূর্তি ভবনে নেহরুর স্মৃতি বিজড়িত সামগ্রী থেকে শুরু করে নেহরু মেমোরিয়াল লাইব্রেরি রয়েছে৷

#নয়াদিল্লি: জওহরলাল নেহরুর উত্তরাধিকার, স্মৃতিকে ধুয়ে মুছে ফেলার চেষ্টা করছে বিজেপি৷ কংগ্রেস অনেক দিন ধরেই এই অভিযোগ তুলছিল৷ এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি কড়া ভাষায় চিঠি লিখলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ প্রধানমন্ত্রীকে প্রাক্তন প্রধানমন্ত্রীর বার্তা, দয়া করে নেহরুর 'লেগাসি' শেষ করার চেষ্টা করবেন না৷ নেহরু শুধু কংগ্রেসের নন, তামাম দেশের সন্তান৷
দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বাসভবন ঐতিহাসিক তিন মূর্তি ভবনে নেহরুর স্মৃতি বিজড়িত সামগ্রী থেকে শুরু করে নেহরু মেমোরিয়াল লাইব্রেরি রয়েছে৷ কেন্দ্র জানায়, তিনমূর্তি ভবনের ভোল বদলে দেশের সব প্রাক্তন প্রধানমন্ত্রীর মিউজিয়াম গড়ে তোলা হবে৷
তিনমূর্তি ভবন তিনমূর্তি ভবন
advertisement
এরপরই তীব্র প্রতিক্রিয়া জানায় কংগ্রেস৷ কংগ্রেস জানায়, ওই ভবনে অন্য প্রধানমন্ত্রীদের জায়গা দেওয়া মানে নেহরুর সম্মানকে খর্ব করার সামিল৷ কারণ, ভারতের স্বাধীনতার সঙ্গে নেহরু ওতোপ্রোত ভাবে জড়িত৷ এ বার সরাসরি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং চিঠি দিলেন প্রধানমন্ত্রী মোদিকে৷
advertisement
চিঠিতে মনমোহন জানিয়েছেন, অটলবিহারী বাজপেয়ীর জমানাতেও তিনমূর্তি ভবন বা নেহরু মেমোরিয়াল লাইব্রেরির ভোল বদলানোর আলোচনা হয়নি৷ কিন্তু দুঃখের বিষয়, ভারত সরকারের এখন সেটাই নতুন অ্যাজেন্ডা৷ এমনকী নেহরুর মৃত্যুর পর সংসদে বাজপেয়ীর সম্মানজনক বক্তৃতার কথাও চিঠিতে লিখেছেন তিনি৷
মনমোহন চিঠিতে লিখছেন, 'পন্ডিতজির মৃত্যুর পর অটলবিহারী বাজপেয়ী নিজে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, এরকম একজন মহান বাসিন্দা তিন মূর্তি হয়তো আর পাবে না৷ ওই রকম দুর্দান্ত ব্যক্তিত্ব, ভদ্র, নম্র, মহান ব্যক্তি অদূর ভবিষ্যতে আর দেখতে পাবো না আমরা৷ রাজনৈতিক মতবিরোধ থাকা সত্ত্বেও বলব, দেশের প্রতি তাঁর ভালোবাসা, মহান আদর্শকে আমি শ্রদ্ধা করি৷'
বাংলা খবর/ খবর/দেশ/
'নেহেরুর সঙ্গে বাকি প্রধানমন্ত্রীদের গোলাবেন না', মোদিকে কড়া চিঠি মনমোহনের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement