Mumbai Hospital: বেনজির গাফিলতি! মোবাইলের ফ্লাশলাইটে সি সেকশন অস্ত্রোপচার! মুম্বইয়ের হাসপাতালে নিথর শিশু প্রসব করে মৃত্যু তরুণীর
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Mumbai Hospital: তাঁর আত্মীয় পরিজনদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা পরিষেবায় যথেষ্ট গাফিলতি ছিল৷ টানা দু’দিন ধরে তাঁদের বিক্ষোভের জেরে মঙ্গলবার ও বুধবার উত্তেজনা তৈরি হয় হাসপাতালে৷
মুম্বই : গাফিলতির চূড়ান্ত ছবি মুম্বইয়ের হাসপাতালে। সোমবার বাণিজ্যনগরীর সিওন হাসপাতালে শোচনীয় মৃত্যু হল ২৬ বছরের এক প্রসূতি এবং তাঁর সদ্যোজাত সন্তানের । অভিযোগ, মোবাইলের ফ্ল্যাশলাইটে সি-সেকশন অস্ত্রোপচার করেন এই হাসপাতালের ডাক্তাররা। অস্ত্রোপচারে ভূমিষ্ঠ হয় এক পুত্রসন্তান। তার ওজন ৪ কেজি ছিল বলে জানা গিয়েছে। তবে শিশুটি মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয় বলে দাবি ডাক্তারদের। এর কয়েক ঘণ্টা পর মৃত্যু হয় প্রসূতিরও।
মৃতা শহীদুন্নিসা আনসারি মুম্বইয়ের ভান্ডুপের বাসিন্দা ছিলেন। তাঁর আত্মীয় পরিজনদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা পরিষেবায় যথেষ্ট গাফিলতি ছিল৷ টানা দু’দিন ধরে তাঁদের বিক্ষোভের জেরে মঙ্গলবার ও বুধবার উত্তেজনা তৈরি হয় হাসপাতালে৷
আরও পড়ুন : গরম থেকে বাঁচতে ফ্রিজের কনকনে ঠান্ডা জল গলায় ঢালেন? হার্টের কত বড় ক্ষতি! এখনই ভুলটা জেনে সতর্কতা নিন
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সোমবার মুম্বইয়ে ঘন ঘন বিদ্যুৎ বিপর্যয়ের জেরে ডাক্তাররা বাধ্য হন মোবাইল ফোনের টর্চলাইটে অন্তঃসত্ত্বার অস্ত্রোপচার করতে৷ বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক্সিকিউটিভ স্বাস্থ্য আধিকারিক স্বীকার করে নিয়েছেন সিওন হাসপাতালে জেনারেটরে কিছু যান্ত্রিক ত্রুটি ছিল৷ তাই ডাক্তাররা বাধ্য হন মোবাইলের ফ্লাশলাইটের আলোয় সি সেকশন অস্ত্রোপচার করতে৷ সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি হয়৷
advertisement
advertisement
বিএমসি আধিকারিকের বক্তব্য, প্রসবজনিত রক্তক্ষরণ বা পিপিএইচ আগে থেকে অনুমান করা যায় না৷ ভারতে প্রসবকালীন মৃত্যুর অন্যতম কারণ পিপিএইচ বা পোস্টপার্টাম হেমারেজ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2024 12:02 AM IST