Narendra Modi to NDA MPs: 'রাহুলের মতো আচরণ নয়, তথ্য দিয়ে ওনার মোকাবিলা করুন', এনডিএ সাংসদদের উপদেশ মোদির

Last Updated:

Narendra Modi to NDA MPs: বিরোধী দলনেতা রাহুল গান্ধির মোকাবিলা করার জন্য এনডিএ সাংসদদের বিশেষ উপদেশ দিলেন নরেন্দ্র মোদি। সেই সঙ্গে সাংসদদের তিনি সংসদীয় নয়মকানুন মেনে চলারও পরামর্শ দেন, প্রয়োজনে সিনিয়র সাংসদদের থেকে পরামর্শ নেওয়ার কথাও বলেন।

সাংসদদের উপদেশ মোদির।
সাংসদদের উপদেশ মোদির।
নয়াদিল্লি: বিরোধী দলনেতা রাহুল গান্ধির মোকাবিলা করার জন্য এনডিএ সাংসদদের বিশেষ উপদেশ দিলেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার সংসদীয় দলের বৈঠকে এনডিএ সাংসদদের প্রধানমন্ত্রী উপদেশ দেন, রাহুল গান্ধির সঙ্গে মোকাবিলা করতে হবে যুক্তি দিয়ে, রাহুলের মতো আচরণ করলে হবে না। সেই সঙ্গে সাংসদদের তিনি সংসদীয় নয়মকানুন মেনে চলারও পরামর্শ দেন, প্রয়োজনে সিনিয়র সাংসদদের থেকে পরামর্শ নেওয়ার কথাও বলেন।
এক দিন আগেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির ভাষণকে ‘সবচেয়ে দায়িত্বহীন’ বলে আক্রমণ করেছিল এনডিএ জোট। সূত্রের খবর, প্রধানমন্ত্রী এনডিএ সাংসদদের বলেছেন, টানা তিন বার দেশের কোনও অকংগ্রেসী নেতা প্রধানমন্ত্রী হয়েছেন, তাও আবার একজন ‘চাওয়ালা’ এতেই নাকি হতাশ বিরোধীরা। সেই সঙ্গে শাসক-জোটের সাংসদদের তিনি প্রধানমন্ত্রী সংগ্রহশালা দেখে আসারও উপদেশ দিয়েছেন, যাতে দেশের বড় বড় নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রীদের যাত্রাপথ সম্পর্কে জানতে পারেন।
advertisement
প্রধানমন্ত্রীর এই বৈঠকে উপস্থিত ছিলেন দেশের সাংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজুজু। বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণ সম্পর্কে রিজুজু বলেন, “আজ প্রধানমন্ত্রী আমাদের একটি গুরুপূর্ণ উপদেশ দিয়েছেন। প্রত্যেক সাংসদই দেশের হয়ে কাজ করার জন্যই নির্বাচিত হয়েছেন। কোন দলের সাংসদ সেটা বড় কথা নয়, দেশের জন্য কাজ করাই আমাদের প্রধান কাজ। প্রত্যেক এনডিএ সাংসদকেই সেটা করতে হবে, প্রধানমন্ত্রী আজ এই আর্জিই জানিয়েছেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi to NDA MPs: 'রাহুলের মতো আচরণ নয়, তথ্য দিয়ে ওনার মোকাবিলা করুন', এনডিএ সাংসদদের উপদেশ মোদির
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement