Letter controversy: তামিলনাড়ুর সাংসদকে হিন্দিতে চিঠি লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী, মিলল 'মোক্ষম' জবাব! জোর বিতর্ক

Last Updated:

সম্প্রতি ট্রেনে খাবারের মান এবং পরিচ্ছন্নতা সংক্রান্ত প্রশ্ন সংসদে তুলেছিলেন আবদুল্লা৷

ডিএমকে সাংসদ এম এম আবদুল্লাকে লেখা কেন্দ্রীয় মন্ত্রীর চিঠি৷
ডিএমকে সাংসদ এম এম আবদুল্লাকে লেখা কেন্দ্রীয় মন্ত্রীর চিঠি৷
চেন্নাই: হিন্দিতে চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী৷ তার জবাব তামিল ভাষায় দিলেন ডিএমকে-র সাংসদ৷ এমনই কাণ্ড ঘটিয়েছেন তামিলনাড়ুর সাংসদ পুদুককোট্টাই এমএম আবদুল্লা৷ যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে৷
তামিল ভাষায় লেখা ওই চিঠিতে ডিএমকে সাংসদ আবদুল্লাহ কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং বিট্টকে জানিয়েছেন, হিন্দিতে লেখা ওই চিঠিতে মন্ত্রী তাঁকে কী বলতে চেয়েছেন, তা বুঝতে পারেননি তিনি৷
advertisement
সম্প্রতি ট্রেনে খাবারের মান এবং পরিচ্ছন্নতা সংক্রান্ত প্রশ্ন সংসদে তুলেছিলেন আবদুল্লা৷ হিন্দিতে চিঠি লিখে ডিএমকে সাংসদের সেই সমস্ত প্রশ্নেরই জবাব দিয়েছিলেন রেল প্রতিমন্ত্রী৷
advertisement
যদিও সমাজমাধ্যমে দুটি চিঠি পোস্ট করে আবদুল্লা দাবি করেছেন, রেল প্রতিমন্ত্রীর অফিসে তিনি বার বার জানিয়েছেন যে তিনি হিন্দি পড়তে অথবা বুঝতে পারেন না৷ তার পরেও তাঁকে হিন্দিতেই চিঠি পাঠিয়েছেন কেন্দ্রী মন্ত্রী৷
advertisement
এক্স হ্যান্ডেলে ডিএমকে সাংসদ আবদুল্লাহ জানিয়েছেন, সবসময়ই রেল প্রতিমন্ত্রীর অফিস থেকে হিন্দিতে চিঠি পাঠানো হয়৷ আমি মন্ত্রীর অফিসের আধিকারিকদের ফোন করে জানিয়েছি যে আণি হিন্দি বুঝতে পারি না৷ আমাকে ইংরেজিতে চিঠি পাঠানো হোক৷ কিন্তু তার পরেও সেই হিন্দিতে লেখা চিঠিই এসেছে৷ এর পরে যা করলে উনি সমস্যাটা বুঝতে পারবেন, আমি সেটাই করেছি৷
advertisement
তামিলে লেখা এই চিঠিতেও কেন্দ্রীয় মন্ত্রীকে আবদুল্লাহ অভিযোগ করেছেন,ভবিষ্যতে তাঁকে যেন হিন্দিতেই তিনি চিঠি লেখেন৷ ২০২২ সালে ডিএমকে অভিযোগ করেছিল, কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির উপরে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Letter controversy: তামিলনাড়ুর সাংসদকে হিন্দিতে চিঠি লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী, মিলল 'মোক্ষম' জবাব! জোর বিতর্ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement