Diwali 2024: অযোধ্যায় একসঙ্গে জোড়া বিশ্বরেকর্ড, জ্বলল ২৫ লক্ষেরও বেশি প্রদীপ! আনন্দে ভাসলেন যোগী

Last Updated:

Ayodhya Deepotsav 2024: অযোধ্যায় অষ্টম দীপোৎসব বিশেষভাবে উদযাপিত হল। এখানে আবধ বিশ্ববিদ্যালয়ের ৩০,০০০ স্বেচ্ছাসেবক ২৫,১২,৮৮২ টি প্রদীপ জ্বালিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করল।

অযোধ্যায় একসঙ্গে জোড়া বিশ্বরেকর্ড, জ্বলল ২৫ লক্ষেরও বেশি প্রদীপ! আনন্দে ভাসলেন যোগী
অযোধ্যায় একসঙ্গে জোড়া বিশ্বরেকর্ড, জ্বলল ২৫ লক্ষেরও বেশি প্রদীপ! আনন্দে ভাসলেন যোগী
advertisement
অযোধ্যা: অযোধ্যায় অষ্টম দীপোৎসব বিশেষভাবে উদযাপিত হল। এখানে আবধ বিশ্ববিদ্যালয়ের ৩০,০০০ স্বেচ্ছাসেবক ২৫,১২,৮৮২ টি প্রদীপ জ্বালিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করল। অন্যদিকে প্রায় ১,০৫০ জন একসঙ্গে সারযু নদীর মহা আরতি করে বিশ্ব রেকর্ড গড়েছেন। এই মুহূর্তের সাক্ষী ছিলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং দিনেশ শর্মা সহ অনেক বিশিষ্ট অতিথি।
advertisement
দীপাবলির এই সময় অযোধ্যা পুরোপুরি রঙ-বেরঙের আলোতে সজ্জিত ছিল। অন্যদিকে রাম ভক্তদের জন্য আকর্ষণের কেন্দ্রে ছিল লেজার শো, যেখানে প্রভু রাম ও হনুমানসহ জ্বলন্ত প্রদীপ এবং রাবণকে দেখানো হয়। “জয় শ্রী রাম” স্লোগানের সঙ্গে সকল রাম ভক্তরা লেজার শোর আনন্দ উপভোগ করেন।
advertisement
আরও একবার অযোধ্যা বিশ্বের মানচিত্রে দীপোৎসবের মাধ্যমে স্থান করে নিয়েছে। ২৫ লক্ষের বেশি প্রদীপ জ্বালিয়ে আবধ বিশ্ববিদ্যালয়ের ৩০,০০০ স্বেচ্ছাসেবক নিজেদের তৈরি করা রেকর্ডটি আবার ভেঙে ফেলেছে। এই সময় প্রভু রামের মন্দিরে প্রায় ১ লাখ প্রদীপ জ্বালানো হয়েছে।
advertisement
অযোধ্যায় অষ্টম দীপোৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “পুরো অযোধ্যা ত্রেতার মতো দেখতে। অযোধ্যা আবার বিশ্ব রেকর্ড তৈরি করেছে। আমরা পুরো রাজ্যের মানুষকে আবেদন জানাচ্ছি, প্রত্যেক বাড়িতে দীপাবলি উদযাপন করুন। অযোধ্যায় আজ একসাথে দুটি বিশ্ব রেকর্ড হয়েছে। দেশ-বিদেশে আজ অযোধ্যার কথা আলোচনা হচ্ছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়।”
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Diwali 2024: অযোধ্যায় একসঙ্গে জোড়া বিশ্বরেকর্ড, জ্বলল ২৫ লক্ষেরও বেশি প্রদীপ! আনন্দে ভাসলেন যোগী
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement