দিল্লিতে সুটকেসবন্দী মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার

Last Updated:

দিল্লিতে ই-রিক্সায় সুটকেসেবন্দী অবস্থায় মিলল এক অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা দেহ ৷ পূর্ব দিল্লির ময়ূর বিহার এলাকায় থেকে বুধবার উদ্ধার করা হয়েছে মৃতদেহটি ৷ পুলিশ সূত্রে খবর, মৃতদেহটি ২৫ বছর বয়সী এক মহিলার ৷ মহিলাকে অন্তত একদিন আগে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অনুমান ৷

#নয়াদিল্লি: দিল্লিতে ই-রিক্সায় সুটকেসেবন্দী অবস্থায় মিলল এক অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা দেহ ৷ পূর্ব দিল্লির ময়ূর বিহার এলাকায় থেকে বুধবার উদ্ধার করা হয়েছে মৃতদেহটি ৷ পুলিশ সূত্রে খবর, মৃতদেহটি ২৫ বছর বয়সী এক মহিলার ৷ মহিলাকে অন্তত একদিন আগে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অনুমান ৷
বুধবার রাতে পুলিশ ভ্যান পেট্রোলিং-এর সময় ময়ূর বিহার অঞ্চলে রাস্তার ধারে পার্ক করা ই-রিক্সায় একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পান ৷ ই-রিক্সার চালকে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, এক ব্যক্তিকে ওই রিক্সাচালককে বলেছিল ব্যাগটি মেট্রো স্টেশন অবধি নিয়ে যেতে ৷ ওই ব্যক্তি জানিয়েছিলেন তিনি নিজের বাইকে ওই রিক্সার পিছনে পিছনে যাবেন ৷ কিন্তু রিক্সাচালক জানান, সিগন্যালের জ্যামে তিনি হঠাৎ হারিয়ে যান ৷ তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পরও চালক তাকে দেখতে পাননি ৷ এরপরই দায়িত্বে থাকা পুলিশকর্মী ব্যাগটি খুলে দেখার সিদ্ধান্ত নেন ৷
advertisement
ব্যাগ খুলতেই বেরিয়ে আসে মহিলার পচা গলা মৃতদেহ ৷ মহিলার পরনে ছিল জিনস ও কুর্তি ৷ গলায় ছিল মাফলার ৷ মহিলার সঙ্গে কোনও আইডি বা মোবাইল ফোনও ছিল না, যা থেকে পুলিশ তার পরিচয় জানতে পারে ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ মহিলাকে খুনের আগে ধর্ষণ করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ ৷ ই-রিক্সা চালকের সাহায্যে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লিতে সুটকেসবন্দী মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement