A Revanath Reddy summoned: অমিত শাহের ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ, তেলঙ্গনার মুখ্যমন্ত্রীকে তলব করল দিল্লি পুলিশ

Last Updated:

ওই ভিডিও নিয়ে বিজেপি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে অভিযোগ পাওয়ার পরেই মামলা দায়ের করে তদন্তে নামে দিল্লি পুলিশ৷

অমিত শাহের ফের কলকাতা সফর
অমিত শাহের ফের কলকাতা সফর
নয়াদিল্লি:  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে ভুয়ো ভিডিও তৈরির করার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী এ রেভানাথ রেড্ডিকে তলব করল দিল্লি পুলিশ৷ এই ঘটনায় কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি তেলঙ্গনার আরও চারজন বাসিন্দাকেও তলব করা হয়েছে৷
এই বিতর্কিত ভিডিও তেলঙ্গনা কংগ্রেসের এক্স হ্যান্ডেলেও পোস্ট করা হয়েছিল৷ ওই ভিডিওকে অস্ত্র করেই কংগ্রেস নেতারা দাবি করেছিলেন, এসসি এসটি-দের জন্য সংরক্ষণের ব্যবস্থাই তুলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি৷
advertisement
ওই ভিডিও নিয়ে বিজেপি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে অভিযোগ পাওয়ার পরেই মামলা দায়ের করে তদন্তে নামে দিল্লি পুলিশ৷ বিজেপির অভিযোগ, ওই ভিডিওটি বিকৃত করে সমাজমাধ্যমে ছডি়য়ে দেওয়া হয়৷ ভিডিওটিতে এসসি, এসটি, ওবিসিদের জন্য সংরক্ষণ তুলে দেওয়ার পক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সওয়াল করতে শোনা গিয়েছিল৷
advertisement
অভিযোগ পাওয়ার পর ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা ছাড়াও তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করে দিল্লি পুলিশ৷ এই বিতর্কিত ভিডিও কোন কোন অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে, সেই সংক্রান্ত তথ্য চেয়ে ফেসবুক এবং এক্স কর্তৃপক্ষকে চিঠিও দেয় দিল্লি পুলিশ৷ বিজেপির অভিযোগ, একটি জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের অংশ বিকৃত করে ওই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়৷
বাংলা খবর/ খবর/দেশ/
A Revanath Reddy summoned: অমিত শাহের ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ, তেলঙ্গনার মুখ্যমন্ত্রীকে তলব করল দিল্লি পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement