Delhi-Mumbai Expressway Accident: দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে খাড়িতে গাড়ি, মৃত ৫

Last Updated:

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা! দুরন্ত গতিতে ছুটে আসা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে মাহি নদীর কাছে খাড়িতে পড়ে যায়! দুর্ঘটনায় মৃত ৫! তাঁদের মধ্যে ১৫ বছরের এক কিশোর এবং ৭০ বছরের এক বৃদ্ধ রয়েছেন।

Delhi-Mumbai Expressway Accident
Delhi-Mumbai Expressway Accident
নয়া দিল্লি: দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা! দুরন্ত গতিতে ছুটে আসা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে মাহি নদীর কাছে খাড়িতে পড়ে যায়! দুর্ঘটনায় মৃত ৫! তাঁদের মধ্যে ১৫ বছরের এক কিশোর এবং ৭০ বছরের এক বৃদ্ধ রয়েছেন।
পুলিশের এসপি অমিত কুমার জানান, শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রতি পুলিশ থানার ৩০ কিমি দূরে, ভীমপুরা গ্রামের কাছে। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি জানান, ” গাড়িটি দিল্লি থেকে মুম্বইয়ের দিকে যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে তীব্র গতিতে ছুটে আসা গাড়িটি এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাড়িতে পড়ে যায়। দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। রয়েছেন ১৫ বছরের এক কিশোর এবং ৭০ বছরের এক বৃদ্ধ।” পুলিশের এসপি অমিত কুমার আরও জানান, ” প্রাথমিক অনুমান, গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েন চালক, সেই থেকেই দুর্ঘটনাটি ঘটে।”
advertisement
পুলিশ খাড়ি থেকে দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুরো গটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi-Mumbai Expressway Accident: দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে খাড়িতে গাড়ি, মৃত ৫
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভরাডুবি!
হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভ
  • রাঘোপুর কেন্দ্র থেকে জয়ী তেজস্বী যাদব৷

  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারালেন বিজেপি প্রার্থীকে৷

  • ১৪৫৩২ ভোটে জয়ী তেজস্বী৷

VIEW MORE
advertisement
advertisement