NIA probe against Arvind Kejriwal: খলিস্তানি জঙ্গিদের থেকে বিপুল অনুদান নেওয়ার অভিযোগ, কেজরির বিরুদ্ধে এবার এনআইএ তদন্ত?

Last Updated:

একটি হিন্দুত্ববাদী সংগঠনের নেতা আশু মঙ্গিয়া সম্প্রতি এক্স হ্যান্ডেলে পোস্ট করে আম আদমি পার্টির বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনেন৷

নতুন বিপদে কেজরিওয়াল৷
নতুন বিপদে কেজরিওয়াল৷
নয়াদিল্লি: আবগারি দুর্নীতি কাণ্ডে ইডি-র হাতে গ্রেফতার হয়ে জেলে যেতে হয়েছে৷ এবার আরও বড় বিপাকে পড়তে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ দিল্লির মুখ্যমন্ত্রী নিষিদ্ধ খলিস্তানি সংগঠনের থেকে রাজনৈতিক অনুদান নিয়েছেন, এই অভিযোগে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্তের সুপারিশ করেছেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা৷
ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্তের সুপারিশ পাঠিয়েছেন দিল্লির উপরাজ্যপাল৷ তাঁর অভিযোগ, শিখস ফর জাস্টিস নামে একটি নিষিদ্ধ খলিস্তানি সংগঠনের থেকে নিজের দল আম আদমি পার্টির জন্য রাজনৈতিক অনুদান গ্রহণ করেছেন কেজরিওয়াল৷ তাঁর দাবি, যেহেতু এই অভিযোগ সরাসরি একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উঠেছে এবং এর সঙ্গে একটি রাজনৈতিক দল ও কোটি কোটি টাকার লেনদেন জড়িত, তাই এর যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন৷
advertisement
advertisement
আম আদমি পার্টির বিরুদ্ধে এই অভিযোগের সূত্রপাত একটি ভিডিও-র সূত্রে৷ ওই ভিডিওতে খলিস্তানি জঙ্গি নেতা পন্নুন অভিযোগ করেছেন, ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বিভিন্ন খলিস্তানি জঙ্গি গোষ্ঠীর থেকে ১৬ মিলিয়ন মার্কিন ডলার অনুদান নিয়েছে আম আদমি পার্টি৷
advertisement
একটি হিন্দুত্ববাদী সংগঠনের নেতা আশু মঙ্গিয়া সম্প্রতি এক্স হ্যান্ডেলে পোস্ট করে আম আদমি পার্টির বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনেন৷ প্রাক্তন আপ কর্মী মুনিশ কুমার রাইজাদার করা কয়েকটি পুরনো পোস্টেরও উল্লেখ করেন তিনি৷
প্রাক্তন ওই আপ কর্মী আবার এ দিন কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্তের সুপারিশকে স্বাগত জানিয়ে দাবি করেছেন, আপ নেতা সঞ্জয় সিং মাঝেমধ্যেই কানাডা যেতেন৷
advertisement
কয়েকদিন আগে খলিস্তানি জঙ্গি নেতা পান্নুন আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ করে দাবি করেন, কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তিন খলিস্তানি জঙ্গিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা রাখেননি৷ আরও অভিযোগ উঠেছে, ২০১৪ সালে নিউ ইয়র্কে খলিস্তানি সংগঠনগুলির নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন কেজরিওয়াল৷ সেই বৈঠকে খলিস্তানি জঙ্গি দেবেন্দর পাল ভুল্লরের মুক্তির বিনিময়ে আপ-এর জন্য মোটা অঙ্কের অনুদান দাবি করেছিলেন কেজরিওয়াল৷
advertisement
দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর কেজরিওয়াল ২০১৪ সালে ভু্ল্লারের মুক্তির জন্য তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে সুপারিশও করেছিলেন৷ এনআইএ সুপারিশ করতে গিয়ে কেজরিওয়ালের ভুল্লারের হয়ে এই তদ্বিরের প্রসঙ্গও উল্লেখ করেছেন দিল্লির উপরাজ্যপাল৷
বাংলা খবর/ খবর/দেশ/
NIA probe against Arvind Kejriwal: খলিস্তানি জঙ্গিদের থেকে বিপুল অনুদান নেওয়ার অভিযোগ, কেজরির বিরুদ্ধে এবার এনআইএ তদন্ত?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement