Delhi Blast Update: দশদিন আগেই দূষণ পরীক্ষা রহস্যময় i20 গাড়ির, ভিতরে তিন জন! দিল্লি বিস্ফোরণ কাণ্ডে সামনে সিসিটিভি ফুটেজ

Last Updated:

তদন্তে পুলিশ এখনও পর্যন্ত জানতে পেরেছে, ২০১৪ সালে কেনার পর থেকে এই আই টোয়েন্টি গাড়িটির চার বার হাতবদল হয়েছে৷

দশদিন আগেই দূষণ পরীক্ষা হয় আই টোয়েন্টি গাড়িটির৷
দশদিন আগেই দূষণ পরীক্ষা হয় আই টোয়েন্টি গাড়িটির৷
দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণে ব্যূবহৃত গাড়িটির আরও একটি সিসিটিভি ফুটেজ হাতে পেল পুলিশ৷ দিন দশেক আগে গত ২৯ অক্টোবর দিল্লিতেই গাড়িটির দূষণ পরীক্ষা করা হয়৷ এবার সেই সিসিটিভি ফুটেজ সামনে এল৷ এই সিসিটিভি ফুটেজই প্রমাণ করল যে বিস্ফোরণের অনেক আগে থেকেই এই আই টোয়েন্টি গাড়িটি রাজধানী দিল্লি এবং তার আশপাশে ঘোরাফেরা করছিল৷
জানা গিয়েছে, গত ২৯ অক্টোবর বিকেল ৪.২০ মিনিট নাগাদ একটি পেট্রোল পাম্পের কাছে গাড়ি ধোঁয়া পরীক্ষা কেন্দ্রে এই আই টোয়েন্টি গাড়িটির দূষণ পরীক্ষা করা হয়৷ সেই সময় চালক ছাড়াও গাড়িটিতে আরও দু জন ব্যক্তি ছিলেন৷ ফলে তদন্তে এই সিসিটিভি ফুটেজটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দাদের কাছে৷
গতকাল সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে এই গাড়িটি ব্যবহার করেই ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়৷ এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন৷ আহত হয়েছেন অনেকে৷ আশেপাশে থাকা আরও বেশ কয়েকটি গাড়িরও ক্ষতি হয়েছে৷
advertisement
advertisement
advertisement
যে সময় গাড়িটিতে বিস্ফোরণ ঘটে তখন সেটি একটি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিল৷ তার আগে দীর্ঘক্ষণ গাড়িটি লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে পার্কিং এরিয়ায় দাঁড় করানো ছিল৷ ইতিমধ্যেই এই বিস্ফোরণকাণ্ডের তদন্তভার এনআইএ-এর হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ দিল্লি পুলিশও ইউএপিএ, বিস্ফোরক সামগ্রী আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে৷
advertisement
তদন্তে পুলিশ এখনও পর্যন্ত জানতে পেরেছে, ২০১৪ সালে কেনার পর থেকে এই আই টোয়েন্টি গাড়িটির চার বার হাতবদল হয়েছে৷ যদিও সরকারি রেকর্ডে এই মালিকানা বদলের নথি যথাযথ ভাবে আপডেট করা হয়নি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Blast Update: দশদিন আগেই দূষণ পরীক্ষা রহস্যময় i20 গাড়ির, ভিতরে তিন জন! দিল্লি বিস্ফোরণ কাণ্ডে সামনে সিসিটিভি ফুটেজ
Next Article
advertisement
রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে, রইল বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক
রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে, বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক
  • রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে

  • রইল বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক

  • ধর্মেন্দ্রর কেরিয়ার

VIEW MORE
advertisement
advertisement