রাস্তায় শিশুর খিদে পেলে কোথায় করানো যাবে স্তন্যপান ? এবার জানাবে আদালত

Last Updated:
#নয়াদিল্লি: নেহাত দুধের শিশু। কিছু বলতে পারে না। তাই বলে যা খুশি মেনে নেবে, তা হয় না। ন মাসের অভিজ্ঞান রাস্তোগি জানতে চায়, বড়দের রেস্তোরাঁ আছে। কিন্তু রাস্তায় বেড়িয়ে খিদে পেলে সে খাবে কোথায়? সদুত্তর না পেয়ে আইনজীবী মা বাবার মাধ্যমে দিল্লি হাইকোর্টে আবেদন করেছে অভিজ্ঞান।
এই একবিংশ শতকে এসেও আমরা ঠিক কতটা এগিয়েছি? স্মার্টফোন, স্মার্ট ওয়ালেটে স্বচ্ছন্দ স্মার্টি নাগরিকরা এয়ারপোর্ট বা রেলওয়ে স্টেশনে টয়লেটের পাশাপাশি স্মোকিং জোনের দাবিতে গলা ফাটিয়েছি। পেয়েওছি। কিন্তু বেবি ফিডিং জোনের ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছি? আদৌ এ নিয়ে ভেবেছি কি? সরকারকে ভাবতে হবে। কারণ, এবার বল আদালতের কোর্টে। খাওয়ার জায়গার দাবিতে মামলা করেছে এক দুধের শিশুই।
advertisement
advertisement
অভিজ্ঞান রাস্তোগি। কিছুদিন আগে যখন তার বয়স মাস নয়েক, দিল্লি থেকে মা বাবার সঙ্গে বেঙ্গালুরু যাওয়ার কথা। না দিল্লি এয়ারপোর্ট, না প্লেন, অভিজ্ঞানের মা নেহা প্রায় ঘণ্টা তিনেক ঘুরেও সন্তানকে স্তন্যপান করানোর কোনও জায়গা পাননি। তারপরেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন।
advertisement
ঝাঁ চকচকে রেস্তোরাঁ না হোক। পরিস্কার পরিচ্ছন্ন খাওয়ার জায়গা সবাই চান। শিশুদের খাওয়ার জন্য সাফসুতরো নির্দিষ্ট জায়গা কেন থাকবে না? জামা কাপড় বদলানোর জন্য আলাদা ওয়াশ রুমই বা কেন থাকবে না? প্রশ্ন তুলছেন অভিজ্ঞানের মা।
বড়রা বাড়ি থেকে খেয়ে বের হলেও রাস্তায় খিদে পায়। শিশুদেরও পাবে। সেটাই তো স্বাভাবিক। তাহলে তাদের খাওয়ানোর কোনও ব্যবস্থা কেন থাকবে না? এই স্বাভাবিক প্রশ্নটাই এবার উঠতে শুরু করেছে। শিশুদের জন্য স্তন্যপান অত্যন্ত জরুরি। সেই জরুরি কাজটি হবে কোথায়, সে ব্যবস্থা করার দাবি জোরালো হচ্ছে। দিল্লি হাইকোর্টে মামলা চলছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে শুনানি হবে। সরকার শিশুদের খাওয়ার জায়গার কী ব্যবস্থা করবে, জানার অপেক্ষায় অভিজ্ঞানের মা বাবা। অভিজ্ঞান জানতে চায়, তাহলে কী ঠিক হল? খিদে পেলে খাব কোথায়?
বাংলা খবর/ খবর/দেশ/
রাস্তায় শিশুর খিদে পেলে কোথায় করানো যাবে স্তন্যপান ? এবার জানাবে আদালত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement