Delhi Coaching Centre Flood: দিল্লির কোচিং সেন্টারে ডুবে মর্মান্তিক মৃত্যু! ৩ IAS পড়ুয়াই ছিলেন মেধাবী, রোজ ওই লাইব্রেরিতেই পড়তেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Delhi Coaching Centre Flood: দিল্লির রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারে ডুবেই মৃত্যু হয় কেরল, তেলঙ্গানা ও উত্তরপ্রদেশের ৩ পড়ুয়ার। মৃতদের মধ্যে দু'জন মহিলা ও এক জন পুরুষ।
নয়াদিল্লি: দিল্লির রাজেন্দ্রনগরে UPSC-র কোচিং নিতে এসে প্রাণ গেল ৩ পড়ুয়ার। হঠাৎ বৃষ্টিতে জলে ডুবে যায় রাজেন্দ্রনগরে ওই UPSC-র কোচিং সেন্টারের বেসমেন্ট। জলমগ্ন হয়ে পড়ে বেসমেন্টে কোচিং সেন্টারের লাইব্রেরি। তাতে ডুবেই মৃত্যু হয় কেরল, তেলঙ্গানা ও উত্তরপ্রদেশের ৩ পড়ুয়ার। মৃতদের মধ্যে দু’জন মহিলা ও এক জন পুরুষ।
মৃত তিন পড়ুয়ার দেহ ময়নাতদন্তের দন্য রাম মনোহর লোহিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ছাত্র কেরলের বাসিন্দা বলে জানা গিয়েছে। নাম নেভিন ডালউইন। গত আট মাস ধরে তিনি UPSC পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। একইসঙ্গে তিনি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে Ph.D ও করছিলেন। দিল্লির প্যাটেল নগরে ভাড়া থাকতেন তিনি। প্রতিদিন সকাল ১০টা নাগাদ লাইব্রেরিতে পড়াশোনা করতে যেতেন।
advertisement
#WATCH | Delhi’s Old Rajinder Nagar Coaching Centre Incident, | Shreya Yadav who hails from UP’s Ambedkar Nagar lost her life in the incident.
Saurabh Shukla, Sub-District Magistrate, Ambedkar Nagar says, ” We got the information that a student from Ambedkar Nagar, died from the… pic.twitter.com/sww4kwzHhh
— ANI (@ANI) July 28, 2024
advertisement
advertisement
#WATCH | Old Rajender Nagar incident | Relative of Shreya Yadav, one amongst three deceased students, Dharmendra Yadav says, “I received no information officially, either from the coaching institute or administration. I saw the news and approached there, I went to the mortuary… pic.twitter.com/5S0bVxEhrO
— ANI (@ANI) July 28, 2024
advertisement
আরও পড়ুন: দেশের সেরা MBA কলেজ কোনটি? কলকাতার কোন কলেজ তালিকায়? ভর্তির আগে IIRF-এর তালিকা দেখুন
মৃত দুই ছাত্রীর পরিচয়ও প্রকাশ্যে এসেছে। তেলঙ্গানার তানিয়া সোনি এবং শ্রেয়া যাদব নাম দুই মৃত পড়ুয়ারই বয়স ছিল ২৫। গত মাসেই এই কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন শ্রেয়া। তিনি উত্তরপ্রদেশের আম্বেদকর নগর জেলার বারসাংভা হাশিমপুরের বাসিন্দা ছিলেন। তিন মৃতের পরিবারে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: হৃত্বিকের এই ‘মিষ্টি’ নায়িকা এখন কোথায়? সব উত্তর রয়েছে মনোজ বাজপেয়ীর কাছে!
কীভাবে বেসমেন্টের ১২ ফুট জলের তলায় চলে গেল? দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। বেআইনিভাবে বেসমেন্ট চত্বরকে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল বলে জানিয়েছেন দিল্লির মেয়র। কিন্তু ঘটনাটি নিয়ে সরাসরি আপ সরকারের দিকে আঙুল তুলেছেন বিজেপি নেতৃত্ব। দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব ও নয়াদিল্লির সাংসদ বাঁশুরী স্বরাজের দাবি, দিল্লি সরকারের ভয়ঙ্কর অবহেলার ফলেই এমন ঘটনা ঘটেছে। অতিশী ও স্থানীয় বিধায়ক দুর্গেশ পাঠককে এর দায় নিতে হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2024 3:01 PM IST