দিল্লি বি*স্ফো*রণে গ্রেফতার হল জঙ্গি উমরের সহযোগী! বড় তথ্য পেল NIA
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আরও বড় তথ্য পেল কেন্দ্রীয় সংস্থা এনআইএ। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে মূল জড়িত ডাক্তার উমর নবির অন্যতম সহযোগীকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
নয়াদিল্লি: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আরও বড় তথ্য পেল কেন্দ্রীয় সংস্থা এনআইএ। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে মূল জড়িত ডাক্তার উমর নবির অন্যতম সহযোগীকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই বিস্ফোরণের ফলে এখনও পর্যন্ত মোট ১৩ জনের প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন বহু।
গত ১০ নভেম্বর এই বিস্ফোরণের জেরে দিল্লির লালকেল্লার ১ নং গেটের সামনে আই২০ গাড়ি বোমা বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়। আর এই বিস্ফোরণের তীব্রতায় বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
জানা গিয়েছে, ধৃতের নাম আমির রশিদ আলি আদতে জম্মু-কাশ্মীরের পাম্পরা জেলার সাম্বুরার বাসিন্দা। দিল্লিতে এই বিস্ফোরণের পরেই বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি চালাতে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং দিল্লি পুলিশের যৌথ বাহিনী।
advertisement
advertisement
এনআইএ সূত্রে খবর, আমির এই ঘাতক গাড়িটি কিনে তা বিস্ফোরক বোঝাই করে তা উমর নবির কাছে পৌঁছে দিতে সাহায্য করে। এনআইএ-এর ফরেনসিক সদস্যরা ইতিমধ্যেই বিস্ফোরণের সময় গাড়ি চালক উমর নবির গাড়িতে উপস্থিতি নিশ্চিত করেছে।
একইসঙ্গে এনআইএ দিল্লি পুলিশ এবং জম্মু-কাশ্মীর পুলিশ, হরিয়ানা পুলিশ ও উত্তরপ্রদেশ পুলিশ-সহ একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই এই ঘটনার পিছনে আরও বৃহত্তর ষড়যন্ত্রের বিষয়ে তুলে আনার চেষ্টা করছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 16, 2025 7:59 PM IST

