Delhi Blast Update: চার বার মালিকানা বদল, দুপুর থেকে উত্তর দিল্লির একাধিক জায়গায় ঘুরেছিল সেই i20 গাড়ি!

Last Updated:

পুলিশ জানিয়েছে, ২০১৪ সালের ১৮ মার্চ সলমন নামে এক ব্যক্তি প্রথম এই গাড়িটি কিনেছিলেন৷

দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত আই টোয়েন্টি গাড়ির সিসিটিভি ফুটেজ৷
দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত আই টোয়েন্টি গাড়ির সিসিটিভি ফুটেজ৷
সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটানোর আগে উত্তর দিল্লির একাধিক জনবহুল এলাকায় ঘুরেছিল রহস্যময় আই টোয়েন্টি গাড়ি৷ পুলিশ আরও জানিয়েছে, ২০১৪ সাল থেকে চার বার মালিকানা বদল হয়েছে এই আই টোয়েন্ট গাড়িটি৷ যদিও সরকারি রেকর্ডে এই তথ্য ঠিকভাবে আপডেট করা হয়নি৷
পুলিশ জানিয়েছে, ২০১৪ সালের ১৮ মার্চ সলমন নামে এক ব্যক্তি প্রথম এই গাড়িটি কিনেছিলেন৷ এর পর দেবেন্দ্র, সোনু এবং সবশেষে তারিক নামে একজনকে এই গাড়িটি বিক্রি করা হয়৷ যদিও মালিকানা বদলের এই তথ্য সরকারি নথিতে আপডেট করা হয়নি৷
তদন্তকারীরা জানতে পেরেছেন, এই গাড়িটি কেনাবেচার সময় একবার ফরিদাবাদের একজন গাড়ির ডিলার লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন৷ এইচআর২৬সিই৭৬৭৪ নম্বরের গাড়িটিকে গত ২০ সেপ্টেম্বর হরিয়ানার ফরিদাবাদে দেখা গিয়েছে৷ সেই সিসিটিভি ফুটেজও হাতে পেয়েছে পুলিশ৷ ভুল পার্কিংয়ের একটি কেসও রয়েছে এই গাড়িটির বিরুদ্ধে৷
advertisement
advertisement
দুপুর একটা নাগাদ সোমবার দিল্লিতে প্রথম বার সিসিটিভি ক্যামেরায় গাড়িটি ধরা পড়ে৷ এর পর কাশ্মীরি গেট, দরিয়াগঞ্জ, সুনহেরি মসজিদ এবং লাল কেল্লার মতো উত্তর দিল্লির একাধিক জায়গায় গাড়িটি ঘোরে৷ সেই ছবিও সিসিটিভি ফুটেজ সূত্রে পেয়েছে পুলিশ৷
পুলিশের হাতে আসা আরও একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দশ দিন আগে দিল্লিতেই একটি পেট্রোল পাম্পের কাছে দূষণ পরীক্ষা করা হয় গাড়িটির৷ সেই সময় গাড়িটির ভিতরে চালক সহ তিন জন ছিলেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Blast Update: চার বার মালিকানা বদল, দুপুর থেকে উত্তর দিল্লির একাধিক জায়গায় ঘুরেছিল সেই i20 গাড়ি!
Next Article
advertisement
SD Burman: বিখ্যাত সঙ্গীতশিল্পী শচীন দেব বর্মনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল জঙ্গলমহলের! কোন সম্পর্ক জড়িয়েছিলেন তিনি, জানুন সেই গল্প
সঙ্গীতশিল্পী এসডি বর্মনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল জঙ্গলমহলের!কোন সম্পর্ক জড়িয়েছিলেন
  • শচীন দেব বর্মনের সঙ্গে জুড়ে রয়েছে মেদিনীপুরের সম্পর্ক

  • মেদিনীপুরের সঙ্গে আত্মীয়তার সম্পর্কে জুড়ে যান বিশ্ব বিখ্যাত এই কিংবদন্তি

  • শচীন দেব বর্মনের বোনের বিয়ে হয়, প্রত্যন্ত গ্রাম দাঁতনে

VIEW MORE
advertisement
advertisement