Delhi Blast Update: চার বার মালিকানা বদল, দুপুর থেকে উত্তর দিল্লির একাধিক জায়গায় ঘুরেছিল সেই i20 গাড়ি!

Last Updated:

পুলিশ জানিয়েছে, ২০১৪ সালের ১৮ মার্চ সলমন নামে এক ব্যক্তি প্রথম এই গাড়িটি কিনেছিলেন৷

দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত আই টোয়েন্টি গাড়ির সিসিটিভি ফুটেজ৷
দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত আই টোয়েন্টি গাড়ির সিসিটিভি ফুটেজ৷
সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটানোর আগে উত্তর দিল্লির একাধিক জনবহুল এলাকায় ঘুরেছিল রহস্যময় আই টোয়েন্টি গাড়ি৷ পুলিশ আরও জানিয়েছে, ২০১৪ সাল থেকে চার বার মালিকানা বদল হয়েছে এই আই টোয়েন্ট গাড়িটি৷ যদিও সরকারি রেকর্ডে এই তথ্য ঠিকভাবে আপডেট করা হয়নি৷
পুলিশ জানিয়েছে, ২০১৪ সালের ১৮ মার্চ সলমন নামে এক ব্যক্তি প্রথম এই গাড়িটি কিনেছিলেন৷ এর পর দেবেন্দ্র, সোনু এবং সবশেষে তারিক নামে একজনকে এই গাড়িটি বিক্রি করা হয়৷ যদিও মালিকানা বদলের এই তথ্য সরকারি নথিতে আপডেট করা হয়নি৷
তদন্তকারীরা জানতে পেরেছেন, এই গাড়িটি কেনাবেচার সময় একবার ফরিদাবাদের একজন গাড়ির ডিলার লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন৷ এইচআর২৬সিই৭৬৭৪ নম্বরের গাড়িটিকে গত ২০ সেপ্টেম্বর হরিয়ানার ফরিদাবাদে দেখা গিয়েছে৷ সেই সিসিটিভি ফুটেজও হাতে পেয়েছে পুলিশ৷ ভুল পার্কিংয়ের একটি কেসও রয়েছে এই গাড়িটির বিরুদ্ধে৷
advertisement
advertisement
দুপুর একটা নাগাদ সোমবার দিল্লিতে প্রথম বার সিসিটিভি ক্যামেরায় গাড়িটি ধরা পড়ে৷ এর পর কাশ্মীরি গেট, দরিয়াগঞ্জ, সুনহেরি মসজিদ এবং লাল কেল্লার মতো উত্তর দিল্লির একাধিক জায়গায় গাড়িটি ঘোরে৷ সেই ছবিও সিসিটিভি ফুটেজ সূত্রে পেয়েছে পুলিশ৷
পুলিশের হাতে আসা আরও একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দশ দিন আগে দিল্লিতেই একটি পেট্রোল পাম্পের কাছে দূষণ পরীক্ষা করা হয় গাড়িটির৷ সেই সময় গাড়িটির ভিতরে চালক সহ তিন জন ছিলেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Blast Update: চার বার মালিকানা বদল, দুপুর থেকে উত্তর দিল্লির একাধিক জায়গায় ঘুরেছিল সেই i20 গাড়ি!
Next Article
advertisement
Purba Bardhaman News: মাঝরাতে দরজা খুলে দিল আয়া, ঘরে ঢুকে বৃদ্ধাকে খুনের চেষ্টা! ভাতারে হাড় হিম করা ঘটনা
মাঝরাতে দরজা খুলে দিল আয়া, ঘরে ঢুকে বৃদ্ধাকে খুনের চেষ্টা! ভাতারে হাড় হিম করা ঘটনা
  • বাইরে থেকে লোক আনিয়ে বৃদ্ধাকে মারধর করল আয়া! মঙ্গলবার ভোর রাতে পূর্ব বর্ধমানের গলসি থানার তারানগর গ্রামে এই ঘটনা ঘটেছে। জখম বৃদ্ধার নাম মনোয়ারা বেগম (৭০)। এই ঘটনায় অভিযুক্ত আয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

VIEW MORE
advertisement
advertisement