#নয়াদিল্লি: কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা খুলে গেল সিপিএমের পার্টি কংগ্রেসে। সীতারাম ইয়েচুরির নেতৃত্বে বড়সড় জয় পেল বঙ্গব্রিগেড। পার্টি কংগ্রেসের প্রতিনিধিদের মনোভাব বুঝেই পিছু হটতে বাধ্য হল প্রকাশ কারাত শিবির।
বিজেপির বিরুদ্ধে সব ধর্মনিরপেক্ষ দলের একজোট হওয়া দরকার ৷ পার্টি কংগ্রেসে বৈঠক হয়েছে এই নিয়ে ৷ আগামীদিনে দলের রাজনৈতিক দিশা তৈরি করতে হবে ৷ লক্ষ্য ২০১৯ লোকসভা নির্বাচন ৷
পার্টি কংগ্রেসে একাধিক বিষয় গুরুত্ব পেয়েছে ৷ সব থেকে বড় বিষয় আদৌ কংগ্রেসের সঙ্গে নির্বাচনী সমঝোতা সহ সংসদের ভিতরে ও বাইরে আন্দোলনে দল যাবে না কি সমদূরত্ব বজায় রাখবে ? সম্প্রতি উত্তরপ্রদেশ ও বিহার উপনির্বাচনে বিরোধীরা জোটবদ্ধ হওয়ার বিজেপি পরাজয়, কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয় ৷ এই পরিস্থিতিই বিরোধী দলগুলিকে উৎসাহিত করেছে ৷
প্রকাশ কারাত ও তাঁর অনুগামীরা যেমন কংগ্রেসের সঙ্গে কোনও রকম নির্বাচনী সমঝোতায় যেতে প্রস্তুত নয় ৷ সীতারাম ইয়েচুরি ও বেঙ্গল লাইনের কংগ্রেসের সঙ্গে নির্বাচনী সমঝোতায় সায় আছে ৷ সিপিএমের সাধারণ সম্পাদকের যুক্তি বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ সব শক্তি এক হতে চাইলে কংগ্রেসের সঙ্গে নির্বাচনী সমঝোতা করতেই হবে, না হলে আখেরে বিজেপিরই লাভ ৷
শেষমেষ কংগ্রেসের সঙ্গে গণ আন্দোলনে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছে সিপিএম ৷ পার্টি কংগ্রেসে আলোচনা শেষে সিদ্ধান্ত হয় কংগ্রেসের সঙ্গে জোট গড়েই এগিয়ে চলবে দল ৷ এই সিদ্ধান্তের বিরোধীতা করেন মাত্র দশজন ৷ অবশেষে সীতারাম ইয়েচুরি ও তাঁর বেঙ্গল লাইনের বহুদিনের দাবি মান্যতা পেল ৷ লোকসভা নির্বাচন শিয়রে না হলেও খুব একটা দেরিও নেই ৷ তাই এখন থেকেই ঘর গোছাতে চাইছে সিপিএম এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ৷
আরও পড়ুন : পার্টি কংগ্রেসে মত বিরোধ ! ইস্তফা দিতে পারেন সীতারাম ইয়েচুরি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Congress, CPM, Parliament Election 2019, Seat Alliance