লম্বা ডিউটির মাঝে রাস্তাতেই ঘুমোচ্ছেন পুলিশকর্মীরা, করোনা যোদ্ধাদের কুর্ণিশ নেটিজেনদের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বাড়ি ফেরার সময় নেই, কড়া ডিউটির মাঝে রাস্তাতেই ঘুমাচ্ছেন পুলিশ কর্মীরা
#নয়াদিল্লি: করোনা মোকাবিলায় গোটা দেশে লকডাউন। মারণ ভাইরাসকে সায়েস্তা করার একমাত্র উপায়, বাড়িতে থাকা। কাজেই ঘরবন্দি গোটা দেশ। কিন্তু আপনাকে সুরক্ষিত রাখতে, নিরাপদ রাখতে ২৪ঘণ্টা নিরলশ পরিশ্রম করে চলেছে পুলিশ বাহিনী। খাওবা নেই, চোখে ঘুম নেই, আপনার পাশে, আপবনাকে আগলে রাখতে সর্বক্ষণ প্রস্তুত তাঁরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন অরুণাচল প্রদেশের শীর্ষ পুলিশ আধিকারিক মধুর ভার্মা। ছবিতে দেখা যায়, রাস্তার শুয়ে রয়েছেন দু’জন পুলিশকর্মী। মাথার কাছেই রাখা লাঠি, হেলমেট। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, 'একটি আরামদায়ক বিছানা এবং আট ঘণ্টার ঘুম বিলাসিতা নয়? যদি আপনি পুলিশ হন, তবে হ্যাঁ, সেটা বিলাসিতা।'
ছবিটি দেখে পুলিশ কর্মীদের কুর্ণিশ জানিয়েছে নেটিজেনরা!
Isn’t comfortable bed and an eight hour sleep such a luxury ? Yes it is... if you are a cop ! Proud of these #CoronaWarriors pic.twitter.com/3H9ZrZupNp
— Madhur Verma (@IPSMadhurVerma) April 24, 2020
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 24, 2020 9:08 PM IST