বুস্টার ডোজ হিসাবে ব্যবহৃত হতে পারে কোর্বেভ্যাক্স, জানাল কেন্দ্র
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Corbevax gets nod as booster after Covishield, Covaxin shots || করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ মাসের মধ্যে সতর্কতামূলক ডোজ হিসেবে কোর্বেভ্যাক্স দেওয়ার ছাড়পত্র মিলেছে৷ কোভিশিল্ড বা কোভ্যাক্সিন নিলেও বুস্টার ডোজে নেওয়া যাবে কোর্বেভ্যাক্স।
#নয়াদিল্লি: সতর্কতামূলক ডোজ হিসাবে টিকাদান কর্মসূচিতে কোর্বেভ্যাক্সকে অন্তর্ভুক্ত করেছে কেন্দ্র৷ এ বিষয়ে রাজ্যগুলিকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য সচিব।
রাজ্যগুলিকে বলা হয়েছে কোর্বেভ্যাক্স উপলব্ধ এবং এখন বুস্টার ডোজ হিসাবে ব্যবহার করা যেতে পারে। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ মাসের মধ্যে সতর্কতামূলক ডোজ হিসেবে কোর্বেভ্যাক্স দেওয়ার ছাড়পত্র মিলেছে৷ কোভিশিল্ড বা কোভ্যাক্সিন নিলেও বুস্টার ডোজে নেওয়া যাবে কোর্বেভ্যাক্স।
advertisement
advertisement
আরও পড়ুন: নোটিশের ধারাতেই সব স্পষ্ট করল সিবিআই! অনুব্রতর পরিণতিতে তোলপাড় তৃণমূলে
যাদের বয়স ১৮ বছর বা তার বেশি এবং কোভ্যাকসিন বা কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পেয়েছেন তাদের ৬ মাসের শেষে সতর্কতামূলক ডোজ হিসাবে কোর্বেভ্যাক্স দেওয়া যেতে পারে। রাজ্যগুলিকে এই বিষয়ে টিকাকেন্দ্র এবং স্বাস্থ্যকর্মীদের জানাতে বলেছে কেন্দ্র।
advertisement
অন্যদিকে দেশ জুড়ে আবার উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণ বেড়ে হয়েছে ১৬,২৯৯। দৈনিক সংক্রমণের শীর্ষে এখনও রয়েছে দিল্লি। অগাস্ট মাসে লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনা সংক্রমণের পরিমাণ। অগাস্ট মাসে এখনও পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে করোনায়। জুলাই মাসের শেষ দশদিনে যত জন নতুন করে করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল, অগাস্টের প্রথম ১০ দিনে সেই আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় তিনগুণ। সরকারি পরিসংখ্যানেই এই তথ্য প্রকাশিত হয়েছে। অগাস্ট মাসের শেষ ১০ দিনে যতজন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে, তাঁর সংখ্যাটা শেষ ১৮০ দিনের তুলনায় অনেকটাই বেশি। দিল্লিতে মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছে গিয়েছে ২৬ হাজার ৩৫১-এ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 11, 2022 2:11 PM IST