'২০১২ সালে UPA সরকারের চেষ্টার অবশেষে ফল মিলল,' রাফাল নিয়ে একাধিক ট্যুইট কংগ্রেসের

Last Updated:

রাফালকে ভারতে স্বাগত জানাল কংগ্রেসও৷ তবে একই সঙ্গে মনে করিয়ে দিল, ফ্রান্সের কাছ থেকে রাফাল কেনার প্রক্রিয়া প্রথম শুরু হয়েছিল ইউপিএ সরকারের আমলে ২০১২ সালেই৷

#নয়াদিল্লি: প্রথম পর্যায়ের ৫টি রাফাল যুদ্ধবিমান ভারতে পৌঁছল৷ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে সকলেই বায়ুসেনার এই নয়া অত্যাধুনিক যুদ্ধবিমানকে স্বাগত জানাচ্ছে৷ রাফালকে ভারতে স্বাগত জানাল কংগ্রেসও৷ তবে একই সঙ্গে মনে করিয়ে দিল, ফ্রান্সের কাছ থেকে রাফাল কেনার প্রক্রিয়া প্রথম শুরু হয়েছিল ইউপিএ সরকারের আমলে ২০১২ সালেই৷
৫টি রাফাল আম্বালা বিমানঘাঁটিতে পৌঁছতেই কংগ্রেস ট্যুইটারে লিখল, 'রাফাল যুদ্ধবিমান পাওয়ার জন্য ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন৷ ২০১২ সালে কংগ্রেস সরকারের উদ্যোগ ও চেষ্টার ফল পাওয়া গেল৷'
advertisement
advertisement
এরপরেই রাফাল চুক্তির প্রসঙ্গ তুলেছে কংগ্রেস৷ মনমোহন সিং সরকারের আমলে হওয়া রাফাল চুক্তির সঙ্গে নরেন্দ্র মোদি সরকারের আমলের রাফাল চুক্তির ফারাক দাবি করে কংগ্রেসের ট্যুইট, 'কংগ্রেস ও বিজেপি-- দুই আমলের চুক্তির পার্থক্যই প্রকাশ করছে বিজেপি-র দুর্নীতি৷ কংগ্রেসের রাফাল চুক্তি অনুযায়ী ভারত ১২৬টি রাফাল যুদ্ধবিমান পেতে পারত৷ কিন্তু বিজেপি সরকারের আমলে পেল ৩৬টি৷ ১০৮টি রাফাল বিমান ভারতেই তৈরি হতে পারত৷ ভারত ২০১৬ সালেই রাফাল পেয়ে যেত৷ প্রতিটি রাফালের দাম হত ৫২৬ কোটি টাকা৷'
advertisement
advertisement
২০১৯ সালের লোকসভা ভোটে কংগ্রেস ও রাহুল গান্ধি রাফাল চুক্তিকে অন্যতম ইস্যু হিসেবে তুলে ধরেছিল৷ রাফাল চুক্তিতে দুর্নীতি হয়েছে বলে ভোটের প্রচারও করেছে কংগ্রেস৷
প্রায় ৪ বছর আগে ৫৯ হাজার কোটি টাকায় ৩৬টি রাফাল কেনার বিষয়ে ভারতের সঙ্গে ফ্রান্সের চুক্তি হয়৷
বাংলা খবর/ খবর/দেশ/
'২০১২ সালে UPA সরকারের চেষ্টার অবশেষে ফল মিলল,' রাফাল নিয়ে একাধিক ট্যুইট কংগ্রেসের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement