#ভোপাল: আগামী ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো৷ আর ঠিক তার আগের দিন সন্ধ্যায় ভোপালে নিজের বাড়িতে হনুমান চালিশা পাঠের আয়োজন করছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা কমল নাথ৷ শুধু তাই নয়, ওই দিন সমস্ত কংগ্রেস নেতা, কর্মীদের বাড়িতে থেকে হনুমান চালিশা পাঠ করার জন্যও আবেদন জানিয়েছেন কমল নাথ৷
কংগ্রেস মুখপাত্র ভূপেন্দ্র গুপ্তের অবশ্য দাবি, এর মধ্যে অন্যকোনও অর্থ খোঁজা উচিত নয়৷ যেহেতু মঙ্গলবারের দিনটি শুভ এবং কমল নাথ বজরংবলির একনিষ্ঠ ভক্ত, সেই কারণেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ করোনা সংক্রান্ত সমস্ত সতর্কতা অবলম্বন করেই অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে তাঁর দাবি৷
এমনিতে রাম মন্দিরের নির্মাণকাজ শুরুর বিরোধিতায় সেভাবে সরব হতে দেখা যায়নি রাহুল গান্ধি সহ কংগ্রেস নেতাদের৷ বরং রাম মন্দির ইস্যু নিয়ে দলের নীরবতায় বিজেপি-রই সুবিধে হচ্ছে বলে দলীয় নেতাদের একাংশ প্রিয়াঙ্কা গান্ধিকে সতর্ক করেছেন বলে সূত্রের খবর৷ গত শনিবার কমল নাথ মন্তব্য করেন, প্রত্যেক ভারতীয়ের সম্মতি নিয়েই রাম মন্দির নির্মাণ হচ্ছে৷
মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় এ বছর এপ্রিল মাসে নিজের বিধানসভা কেন্দ্র ছিন্ডওয়ারায় হনুমান জয়ন্তীর অনুষ্ঠানের আয়োজন করতে পারেননি কমল নাথ৷ কয়েক বছর আগে সাংসদ থাকাকালীন ছিন্ডওয়ারায় ১০১ ফুট উচ্চতার একটি হনুমান মূর্তি বসিয়েছিলেন কমল নাথ৷
গত মার্চ মাসে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অনুগামী ২২ জন বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক দল ছাড়েন৷ যার জেরে সংখ্যালঘু হয়ে পড়ে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার৷ গত ২০ মার্চ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন কমল নাথ৷ এর পরই রাজ্যে ক্ষমতা দখল করে বিজেপি৷