কৃষিঋণ মুকুবের নামে ‘ছেলে ভোলাচ্ছে’ কংগ্রেস : নরেন্দ্র মোদি

Last Updated:
#গাজিপুর: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ইউপিএ জোটের জেতার মূল মন্ত্রই ছিল কৃষিঋণ মুকুবের প্রতিশ্রুতি ৷ কিন্তু ক্ষমতায় আসার পর রাজ্যে কৃষিঋণ মুকুবের হার সামান্যই ৷ তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত কর্ণাটক ৷ কর্ণাটকে ক্ষমতায় রয়েছে জেডি(এস)-কংগ্রেস জোট ৷ কৃষিঋণ মুকুব নিয়ে একের পর এক প্রতিশ্রুতি দিয়েছে ৷ আদতে যোগফল শূন্য ৷ গাজিপুরের জনসভা থেকে কৃষিঋণ মুকুব ইস্যুতেই কংগ্রেসকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
দোড়গোড়ায় লোকসভা নির্বাচন ৷ সেই নির্বাচনের আগে একের পর এক ইস্যুতে দুই যুযুধান রাজনৈতিক শিবির একে অপরকে কাঠগড়ায় তুলছে ৷ কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ ৷ এহেন পরিস্থিতি কর্ণাটকের সাম্প্রতিক অবস্থাকেই হাতিয়ার করলেন মোদি ৷ তিনি বলেন, ‘দেশের কৃষকদের শোচনীয় অবস্থা নিয়ে কোনও মাথাব্যাথা নেই কংগ্রেসের ৷ তৎক্ষণিক লাভের লোভ দেখিয়ে ক্ষমতা দখল করতে চায় তারা ৷ কিন্তু আদতে এই সমস্ত ঘোষণা করে দেশবাসীকে বোকা বানাচ্ছে কংগ্রেস ৷’
advertisement
কংগ্রসকে ‘ললিপপ কোম্পানি’ বলে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষিঋণ মুকুবের পরিবর্তে চাষীদের হাতে ললিপপ তুলে দিচ্ছে কংগ্রেস ৷ কর্ণাটকে ক্ষমতায় আসার পর ৬-৭ মাস কেটে গিয়েছে ৷ কিন্তু মাত্র ৮০০ জন কৃষকের ঋণ মুকুব হয়েছে ৷’ তবে, সাধারণ মানুষের উপর ভরসা রয়েছে মোদির ৷ কংগ্রেসের এই ধরণের মনভোলানো কথায় যে চিঁড়ে ভিজবে না সেই বিষয়ে আত্মবিশ্বাসী মোদি ৷
advertisement
advertisement
১৫ বছর পর মধ্যপ্রদেশে ক্ষমতায় এসেছে কংগ্রেস ৷ পাশাপাশি রাজস্থান এবং ছত্তীসগড়েও ধরাশাসী বিজেপি ৷ রাজনৈতিক মহলের মত, মোট ভোটের অর্দ্ধেকেরও বেশী ভোট আসে দেশের কৃষকদের হাত ধরে ৷ সেই কারণেই ধরাশায়ী অবস্থা বিজেপির ৷ কারণ দেশে কৃষকদের অবস্থা শোচনীয় ৷ ফসলের ন্যায্য দাম না পাওয়ার জেরে ঋণের বোঝায় আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন অনেকে ৷ এহেন পরিস্থিতিতে কৃষিঋণ মুকুবকে হাতিয়ার করেই ক্ষমতায় আসতে চাইছে কংগ্রেস ৷ কৃষিঋণ মুকুব-সহ একের পর এক প্রতিশ্রুতি দিচ্ছেন কংগ্রেসের নেতা নেতৃত্বরা ৷ কিন্তু আদতে সেই সব কিছুই ভিত্তিহীন ৷ তার প্রমাণ কর্ণাটক ৷ এমনটাই দাবি করলেন নরেন্দ্র মোদি ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কৃষিঋণ মুকুবের নামে ‘ছেলে ভোলাচ্ছে’ কংগ্রেস : নরেন্দ্র মোদি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement