Kamal Nath: দু দিন ধরে টানটান নাটক, কী করবেন কমল নাথ? এবার বড় দাবি কংগ্রেসের

Last Updated:

একটি সূত্রের খবর, কমল নাথের যোগদান নিয়ে বিজেপির অন্দরেও একাংশের আপত্তি ছিল৷

কংগ্রেসেই থাকছেন কমল নাথ? ছবি- পিটিআই
কংগ্রেসেই থাকছেন কমল নাথ? ছবি- পিটিআই
নয়াদিল্লি: বিজেপিতে যোগ দিচ্ছেন না মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ৷ কমল নাথ কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিচ্ছেন, গত শনিবার থেকে এমন খবর ছড়িয়েছিল৷ রবিবার অবশ্য কংগ্রেস নেতৃত্ব দাবি করল, দল ছাড়বেন না বলে কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে আশ্বস্ত করেছেন কমল নাথ৷ তবে তাঁর পুত্র নকুলের বিজেপিতে যোগদানের সম্ভাবনা কার্যত নিশ্চিত বলেই সূত্রের খবর৷
কংগ্রেসের সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এনডিটিভি-কে প্রতিক্রিয়া দিতে গিয়ে দাবি করেছেন, কমল নাথ কংগ্রেসেই থাকছেন৷ একই দাবি করেছেন মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি জিতু পাটওয়ারিও৷ তাঁর দাবি, কমল নাথের বিজেপিতে যোগদানের খবর পুরোটাই গুজব৷
advertisement
মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিপর্যয়ের পর প্রদেশ সভাপতির পদ থেকে সরানো হয় কমল নাথকে৷ সেই ক্ষোভ থেকেই তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন বলে খবর ছড়িয়েছিল৷
advertisement
রবিবার অবশ্য মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি জিতু পাটওয়ারি দাবি করেন, আমি কমল নাথের সঙ্গে কথা বলেছি৷ উনি আমাকে জানিয়েছেন এসব খবর নেহাতই গুজব৷ উনি মনেপ্রাণে একজন কংগ্রেসের মতাদর্শে বিশ্বাস করা মানুষ এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত তাই করবেন৷ উনি নিজেই একথা জানিয়েছেন৷
তবে অন্য একটি সূত্রের খবর, কমল নাথের যোগদান নিয়ে বিজেপির অন্দরেও একাংশের আপত্তি ছিল৷ এর মূল কারণ, ১৯৮৪-র শিখ বিরোধী হিংসার সঙ্গে কমল নাথের নাম জডিত থাকা৷ তবে কমল নাথের পুত্র এবং সাংসদ নকুলের যোগদান নিয়ে বিজেপির কোনও সমস্যা ছিল না৷ তবে গোটা বিষয়টি বিজেপি শীর্ষ নেতৃত্বের বিবেচনাধীন ছিল৷ এরই মধ্যে কমল নাথ দল ছাড়ছেন না বলে দাবি করল কংগ্রেস৷
advertisement
এমনিতেই ইন্ডিয়া জোটের একের পর এক শরিকের থেকে ধাক্কা খেয়ে লোকসভা নির্বাচনের আগে যথেষ্ট কোণঠাসা অবস্থা কংগ্রেসের৷ তার মধ্যে কমল নাথও দল ছাড়লে তা আরও বড় অস্বস্তির কারণ হত৷ মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ধরে রাখতে তাই মরিয়া ছিল কংগ্রেস হাইকম্যান্ড৷ কারণ কমল নাথ বিজেপিতে যোগ দিলে মধ্যপ্রদেশে কমল নাথ ঘনিষ্ঠ দলের বেশ কয়েকজন বিধায়কেরও দল বদলের সম্ভাবনা প্রবল ছিল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kamal Nath: দু দিন ধরে টানটান নাটক, কী করবেন কমল নাথ? এবার বড় দাবি কংগ্রেসের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement