Speaker election: স্পিকার নির্বাচনে কাকে সমর্থন, তৃণমূলের অবস্থানে ধোঁয়াশা! সংসদে রাহুল-অভিষেক কথা

Last Updated:

অন্য একটি সূত্রের অবশ্য খবর, স্পিকার পদে এনডিএ প্রার্থী ওম বিড়লার জন্য সমর্থন চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও৷

সংসদে রাহুল-অভিষেক কথা৷
সংসদে রাহুল-অভিষেক কথা৷
নয়াদিল্লি: স্পিকার পদে বিরোধীদের প্রার্থী হিসেবে কে সুরেশকে কি সমর্থন করবে তৃণমূল? হঠাৎই বিরোধী শিবিরে ঘুরতে শুরু করেছে এই প্রশ্ন৷ কারণ তৃণমূল শিবিরের অভিযোগ, তাদেরকে কিছু না জানিয়েই ইন্ডিয়া জোটের স্পিকার পদপ্রার্থী হিসেবে কে সুরেশের নাম মনোনীত করেছে কংগ্রেসে৷এই পরিস্থিতির মধ্যে আজ দুপুরেই সংসদে রাহুল গান্ধির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে৷
সংসদ টিভির ক্যামেরাতেই সেই ছবি ধরা পড়েছে৷ রাহুল এবং অভিষেক পাশাপাশি বসে আলোচনা করছেন, সেই ছবি ধরা পড়েছে টিভি ক্যামেরায়৷ সেই বৈঠকেও বিষয়টি উঠেছে বলেই তৃণমূল সূত্রে খবর৷
advertisement
এ দিন কে সুরেশের নাম স্পিকার পদে কংগ্রেস মনোনীত করার পরই বিষয়টি নিয়ে ক্ষোভ জানায় তৃণমূল৷ সংসদে ঢোকার মুখে অভিষেক নিজেও জানান, বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক৷ একতরফা ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তৃণমূল স্পিকার পদে কে সুরেশকে সমর্থন করবে কি না, সেই প্রশ্ন করা হলে অভিষেক বলেন, এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন৷
advertisement
অন্য একটি সূত্রের অবশ্য খবর, স্পিকার পদে এনডিএ প্রার্থী ওম বিড়লার জন্য সমর্থন চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও৷
তৃণমূলের ক্ষোভের আঁচ পেয়েই সম্ভবত জটিলতা কাটাতে উদ্যোগী হন রাহুল নিজে৷ এ দিন সংসদে ঢোকার সময় তৃণমূল সাংসদদের দাঁড়িয়ে থাকতে দেখে তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন রাহুল৷ তৃণমূল সাংসদদের উদ্দেশ্যে তিনি বলেন, নমস্কার, কেমন আছেন আপনারা?
advertisement
আগামিকাল স্পিকার পদে নির্বাচন রয়েছে৷ এনডিএ-র প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেসের কে সুরেশের লড়াই হতে চলেছে৷ বিজেপি ডেপুটি স্পিকার পদটি বিরোধীদের ছাড়তে রাজি না হওয়ার কারণেই স্পিকার পদে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয় কংগ্রেস৷ শেষ পর্যন্ত স্পিকার পদে প্রার্থী দেওয়া নিয়ে রাহুলের হস্তক্ষেপে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সংঘাত মেটে কি না, সেটাই দেখার৷ স্পিকার পদের নির্বাচনে তৃণমূলের অবস্থান কী হয়, তাই নিয়েই এখন চূড়ান্ত কৌতূহল তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Speaker election: স্পিকার নির্বাচনে কাকে সমর্থন, তৃণমূলের অবস্থানে ধোঁয়াশা! সংসদে রাহুল-অভিষেক কথা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement