সম্প্রীতির নজির! জন্মাষ্টমীর দিন সন্তানের জন্ম, মুসলিম বাবা ছেলের নাম রাখলেন কৃষ্ণ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন রাখলেন মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা আজিজ খান, জন্মাষ্টমীতে জন্ম নেওয়ায় ছেলের নাম রাখলেন কৃষ্ণ
#ইনদওর: চারদিকে ধর্মের নামে হানাহানি, কাটাকাটি, রক্তারক্তি! প্রতিনিয়ত চলছে ধর্মের অজুহাতে মানুষে মানুষে বিভাজনের চেষ্টা! এরমধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন রাখলেন মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা আজিজ খান, জন্মাষ্টমীতে জন্ম নেওয়ায় ছেলের নাম রাখলেন কৃষ্ণ।
১২ বছর আগে, ২০০৮ সালের ২৩ আগস্ট জন্মাষ্টমীর দিন ইনদওরের একটি হাসাপাতলে জন্ম হয়েছিল স্থানীয় বাসিন্দা আজিজ খানের পুত্রের। তাঁর ভাষায়, '' এখনও সেই দিনটা মনে পরে। ডঃ প্রভিন জাদিয়া ফর্ম ফিল আপের জন্য বাচ্চার নাম জানতে চান, আমি নিমেষের মধ্যে বলি কৃষ্ণ। জন্মাষ্টমী ভগবান কৃষ্ণের জন্মদিন, এদিন আমার ছেলেরও জন্ম হয়েছিল, এর থেকে আদর্শ নাম আর কি হতে পারে ? ''
advertisement
আজিজ খান জানান, বিষয়টি নিয়ে তাঁর পরিবারের মধ্যে চরম অশান্তি হয়েছিল, কাফের বলে গালমন্দ করেন তাঁর মা-ও, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকেন আজিজ, ধীরে ধীরে সবাই মেনে নেন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 14, 2020 3:50 PM IST