টেক অফের সময় রানওয়েতে ঢুকে পড়ল বুনো শুয়োর ! অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগোর বিমান

Last Updated:
#বিশাখাপত্তনম: ১৬০ জন যাত্রী এবং বিমানকর্মীদের নিয়ে বিশাখাপত্তনম বিমানবন্দর থেকে ওড়ার প্রস্তুতি নিচ্ছিল হায়দরাবাদগামী ইন্ডিগোর একটি বিমান ৷ কিন্তু ওড়ার সময়েই বিপত্তি ! রানওয়েতে বিমানের সামনে চলে এল একটি বুনো শুয়োর ৷ ট্যাক্সি বে-তে একেবারে শেষ মুহূর্তে হঠাৎই এই ঘটনায় হকচকিয়ে যান বিমানের পাইলট ৷ শেষপর্যন্ত অবশ্য পরিস্থিতি সামাল দিতে সফল হয়েছেন তিনি ৷ অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ইন্ডিগোর ওই বিমান ৷
বিমানটি যে পরিস্থিতিতে ছিল সেই সময় টেক অফ না করাটা অসম্ভব ছিল ৷ তাই অল্প কিছুক্ষণ উড়েই ফের বিমানটি ল্যান্ড করেন পাইলট ৷ এতে কোনও ক্ষতিও হয়নি এয়ারবাস বিমানটির ৷ ইঞ্জিনিয়াররা এসে বিমানের যন্ত্রাংশ পরীক্ষা করে দেখার পর ফের গন্তব্যের উদ্দেশ্যে উড়ে যায় ইন্ডিগোর ওই বিমান ৷ এর জন্য নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর বিমানটি বিশাখাপত্তনম বিমানবন্দর থেকে পুনরায় যাত্রা করে ৷
advertisement
ঘটনার রিপোর্ট পাঠানো হয়েছে ডিরেক্টোরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-র কাছে ৷ ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, 6E-742 বিমানটির ঠিক টেক অফের সময়েই রানওয়েতে সামনে বুনো শুয়োর এসে পড়েছিল ৷ ঘটনাটি সঙ্গে সঙ্গেই পাইলট জানান বিশাখাপত্তনম বিমানবন্দরের এটিসি-কে ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
টেক অফের সময় রানওয়েতে ঢুকে পড়ল বুনো শুয়োর ! অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগোর বিমান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement