#আহমেদাবাদ: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপি-র ছাত্র সংগঠন এবিভিপি-র বিরুদ্ধে৷ আহমেদাবাদে মিছিল করছিলেন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন৷ অভিযোগ, সেই মিছিলে লাটি নিয়ে হামলা চালায় এবিভিপি সমর্থকরা৷
জেএনইউ-এ হামলার পরে গোটা দেশ এক হয়ে প্রতিবাদে সরব হয়েছে৷ সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাই জেএনইউ-এর পাশে৷ এ হেন পরিস্থিতিতে মঙ্গলবার গুজরাতের আহমেদাবাদে মিছিল করে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন৷ হঠাত্ লাঠি নিয়ে এবিভিপি-র সমর্থকরা আন্দোলনকারীদের মারধর শুরু করে৷
পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়৷ গুজরাত NSUI সাধারণ সম্পাদকের মাথায় আঘাত লেগেছে৷ তাঁকে ভিএস জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ যদিও এবিভিপি-র বক্তব্য, NSUI-র সমর্থকরা এবিভিপির অফিসে হামলা চালায়৷ এবিভিপি-র সদস্য নরেশ দেশাইয়ের কথায়, 'যে ভাবে এবিভিপি-র সদস্যরা জেএনইউ-তে হামলা করেছে, ঠিক সে ভাবেই ওই সামজবিরোধীরা আমাদের পরিকল্পিত ভাবে মারধর করল৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ahmedabad, Gujarat, JNU Violence