'আপনি কি ভারতীয়?' হিন্দি না জানায় বিমানবন্দরে প্রশ্ন সাংসদ কানিমোঝিকে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এই ঘটনার জন্য ডিএমকে সাংসদের কাছে ক্ষমা চেয়ে পড়ে ট্যুইট করে সিআইএসএফ৷
#চেন্নাই: হিন্দিতে কথা বলতে রাজি না হননি৷ তাই তিনি ভারতীয় কিনা সেই প্রশ্নের মুখে পড়তে হল ডিএমকে সাংসদ কানিমোঝিকে৷ এ দিন ট্যুইটারে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন কানিমোঝি৷
কানিমোঝির অভিযোগ অনুযায়ী, বিমানবন্দরে এক মহিলা সিআইএসএফ অফিসার তাঁর সঙ্গে হিন্দিতে কথা বলতে শুরু করেন৷ তখন তিনি ওই অফিসারকে তামিল অথবা ইংরেজিতে কথা বলার জন্য অনুরোধ করেন৷ জবাবে ওই সিআইএসএফ অফিসার সাংসদকে প্রশ্ন করেন, 'আপনি কি ভারতীয়?'
ক্ষুব্ধ কানিমোঝি ট্যুইটারে লেখেন, ''আজ বিমানবন্দরে এক সিআইএসএফ অফিসারকে আমি তামিল বা ইংরেজিতে কথা বলতে অনুরোধ করি, কারণ আমি হিন্দি জানিনা৷ তখন তিনি আমায় প্রশ্ন করেন, 'আপনি কি ভারতীয়?' আমি জানতে চাই, কবে থেকে হিন্দি জানাটা ভারতীয় হওয়ার পরিচয় হয়ে দাঁড়াল?''
advertisement
advertisement
সাংসদের এই পোস্টকে সমর্থন করে অনেকেই ট্যুইটারে জানিয়েছেন, হিন্দি জানাটা কখনও ভারতীয় হওয়ার শর্ত হতে পারে না৷ তবে এই ঘটনা কোন বিমানবন্দরে ঘটেছে তার উল্লেখ করেননি ডিএমকে সাংসদ৷
Today at the airport a CISF officer asked me if “I am an Indian” when I asked her to speak to me in tamil or English as I did not know Hindi. I would like to know from when being indian is equal to knowing Hindi.#hindiimposition
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 9, 2020
advertisement
এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কানিমোঝি বলেন, 'আর পাঁচজনের মতো আমি একজন খাঁটি ভারতীয়৷' বিজেপি-র দিকে তোপ দেগে তাঁর অভিযোগ, 'হিন্দিকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে৷ নতুন শিক্ষা নীতিতেও সেই চেষ্টা করা হয়েছে৷'
Warm greetings from @CISFHQrs. We sincerely acknowledge your unpleasant experience. Kindly DM journey details; name of airport, location, date, and time of the incident for appropriate action in the matter.
— CISF (@CISFHQrs) August 9, 2020
advertisement
যদিও এই ঘটনার জন্য ডিএমকে সাংসদের কাছে ক্ষমা চেয়ে পড়ে ট্যুইট করে সিআইএসএফ৷ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সাংসদের কাছে ঘটনার বিস্তারিত বিবরণ চেয়েছে তারা৷ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷
The CISF has ordered an Enquiry into the matter. It is not the policy of CISF to insist upon any particular language.
— CISF (@CISFHQrs) August 9, 2020
advertisement
কোনও নির্দিষ্ট ভাষায় কাউকে কথা বলার জন্য জোর করাকে কখনই সিআইএসএফ প্রশয় দেয় না বলেও ট্যুইটে দাবি করা হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 09, 2020 7:01 PM IST