উনিশের রায়ে দিল্লির মসনদে ফের চৌকিদারই, সাড়া পেল না রাহুলের 'ন্যায়'

Last Updated:
#নয়াদিল্লি: রাহুলের রাফাল বিফল। তাঁর 'চৌকিদার চোর হ্যায় স্লোগান', স্লোগানই থেকে গেল। উনিশের রায়ে দিল্লির মসনদে ফের চৌকিদারই।
দিল্লির মসনদ দখলের লড়াইয়ে ফের নরেন্দ্র মোদির কাছে ধরাশায়ী হলেন রাহুল গান্ধি।
গান্ধি পরিবারের শক্ত দূর্গ, যেখানে ২০০৪ সাল থেকে জিতেছেন, সেই উত্তরপ্রদেশের অমেঠিতেও এবার বিজেপির স্মৃতি ইরানির কাছে হারতে হল রাহুল গান্ধিকে।
advertisement
কেরলের ওয়াইনাড থেকে না জিতলে এবার আর সংসদেই পা রাখতে পারতেন না রাহুল গান্ধি। গতবারের মতো এবারও তাঁর দলের বিপর্যয়।
advertisement
উত্তরপ্রদেশে গতবার কংগ্রেস পেয়েছিল ২টি আসন। সেটা আরও কমে হল এক। সবেধন নীলমণি সনিয়া গান্ধির রায়বরেলি।
গতবার মোদি ঝড়ে কংগ্রেস সারা দেশে পেয়েছিল মাত্র চুয়াল্লিশটি আসন।
এবার তার থেকে সামান্য বেশি
অর্থাৎ, অমেঠির কংগ্রেস প্রার্থী এবং ভোটে কংগ্রেসের মুখ, দুই দায়িত্বেই ফের ধরাশায়ী রাহুল গান্ধি। পর্যবেক্ষকদের মতে এবারের ফলেই স্পষ্ট, মোদির বিরুদ্ধে রাহুলের সব হুলই ভোঁতা।
advertisement
লোকসভা ভোটের মুখে হিন্দি বলয়ের তিন রাজ্য, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগড়, বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছিল কংগ্রেস।তখন থেকেই কংগ্রেসের নেতারা স্বপ্ন দেখছিলেন, এবার মোদিকে সরিয়ে প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধি। সেই মতো তিনি ঝাঁপিয়েওছিলেন। রাফাল দুর্নীতির অভিযোগকে অস্ত্র করে নরেন্দ্র মোদির বিরুদ্ধে 'চৌকিদার চোর হ্যায়' স্লোগান তোলেন কংগ্রেস সভাপতি। কিন্তু, তাতে যে কাজ হয়নি, তা স্পষ্ট। উনিশের ভোটে, চৌকিদার মোদিতেই আস্থা। রাহুলের রাফাল দুর্নীতির অভিযোগ ধরাশায়ী।
advertisement
নোটবাতিল, জিএসটি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের পাশাপাশি কৃষক সমস্যাকেও হাতিয়ার করেছিলেন রাহুল গান্ধি। নিজেকে গরিব দরদী হিসেবে তুলে ধরে প্রতিশ্রুতি দিয়েছিলেন নিশ্চিত আয়ের প্রকল্প - ন্যায়ের। কিন্তু, তার প্রভাব ভোটযন্ত্রে পড়ল কোথায়? বাজিমাত করলেন সেই নরেন্দ্র মোদিই।
মোদিকে হারাতে বিরোধীরা বার বার মহাজোটের সলতে পাকিয়েছে। কিন্তু, বিরোধীদের মধ্যে সবচেয়ে বড় দল কংগ্রেস সেভাবে জোটই করতে পারেনি।
advertisement
বিজেপি এবার দেশজুড়ে ৩৮টি দলের সঙ্গে জোট করেছে
সেখানে উত্তরপ্রদেশে এসপি-বিএসপি, দিল্লিতে আম আদমি পার্টি, পশ্চিমবঙ্গে সিপিএম, কারও সঙ্গেই জোটের ফরমুলা বের করতে পারেননি রাহুল গান্ধি।
পর্যবেক্ষকদের একাংশের মতে, রাহুলের একলা চলার সিদ্ধান্তেরও খেসারতও দিতে হল কংগ্রেসকে।
এবার ভোটের মুখে প্রিয়ঙ্কা গান্ধিকে উত্তরপ্রদেশের ময়দানে নামান রাহুল। অনেকে তখন বলেছিলেন, এটা কংগ্রেস সভাপতির মাস্টার স্ট্রোক। কিন্তু, তাও কাজে এল না। প্রিয়ঙ্কা ঝাঁপালেন। কিন্তু, এযাত্রায় রাহুলকে বাঁচাতে পারলেন না।
বাংলা খবর/ খবর/দেশ/
উনিশের রায়ে দিল্লির মসনদে ফের চৌকিদারই, সাড়া পেল না রাহুলের 'ন্যায়'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement