পিগি ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে ১ কোটি টাকা জমাল শিশুরা

Last Updated:

মধ্যপ্রদেশ সরকারের শিশুদের জন্য স্বল্পসঞ্চয় প্রকল্পে মিলল বিপুল সাফল্য ৷ ছিন্দওয়াড়া জেলায় এই প্রকল্পটি অত্যন্ত জনপ্রিয়ে হয়ে উঠেছে ৷

#ছিন্দওয়াড়া: মধ্যপ্রদেশ সরকারের শিশুদের জন্য স্বল্পসঞ্চয় প্রকল্পে মিলল বিপুল সাফল্য ৷ ছিন্দওয়াড়া জেলায় এই প্রকল্পটি অত্যন্ত জনপ্রিয়ে হয়ে উঠেছে ৷ জানা গিয়েছে, গত ১১ বছরে ৬,০০০ শিশু পিগি ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে মোট ১ কোটি টাকা জমা করেছে ৷
ছিন্দওয়াড়া জেলার সমবায় ব্যাঙ্কের চিফ এক্সিকিউটিভ অফিসার কৃষ্ণকুমার সোনি জানিয়েছেন, ‘২০০৭ সালে Arunodaya Gullak Yojana লঞ্চ করার পর থেকে প্রায় ৬,০০০ শিশু পিগি ব্যাঙ্কে ১ কোটি টাকা জমা করেছে ৷ ২৬টি সমবায় ব্যাঙ্কের বিভিন্ন শাখা থেকে শিশুদের পিগি ব্যাঙ্ক দেওয়া হয়।’
advertisement
advertisement
তিনি আরও জানান, এই ডিপোজিটের উপরে ব্যাঙ্ক উচ্চশিক্ষা, ব্যবসা, বিয়ের জন্য লোন দিচ্ছে ৷ এই প্রকল্পটি শিশুদের বাবা-মা তাদের জন্মের পর থেকেই মাত্র একটাকা দিয়ে খুলতে পারবেন ৷
পিগি ব্যাঙ্কের দুটি চাবি থাকে ৷ একটি চাবি থাকে ব্যাঙ্কের কাছে এবং একটি চাবি দেওয়া হয় শিশুটিকে। প্রতি মাসে টাকা দেওয়ার সময় পিগি ব্যাঙ্ক খোলা হয় ৷ দুটি চাবি এক সঙ্গে ব্যবহার করলে তবেই পিগি ব্যাঙ্ক খোলা যায় ৷ এই প্রকল্পে আট শতাংশ হারে সুদ দেওয়া হয়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পিগি ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে ১ কোটি টাকা জমাল শিশুরা
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement