#ছিন্দওয়াড়া: মধ্যপ্রদেশ সরকারের শিশুদের জন্য স্বল্পসঞ্চয় প্রকল্পে মিলল বিপুল সাফল্য ৷ ছিন্দওয়াড়া জেলায় এই প্রকল্পটি অত্যন্ত জনপ্রিয়ে হয়ে উঠেছে ৷ জানা গিয়েছে, গত ১১ বছরে ৬,০০০ শিশু পিগি ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে মোট ১ কোটি টাকা জমা করেছে ৷
আরও পড়ুন: বিমানবন্দরে হস্তমৈথুন, দিল্লি থেকে গ্রেফতার এনআরআই প্রৌঢ়
ছিন্দওয়াড়া জেলার সমবায় ব্যাঙ্কের চিফ এক্সিকিউটিভ অফিসার কৃষ্ণকুমার সোনি জানিয়েছেন, ‘২০০৭ সালে Arunodaya Gullak Yojana লঞ্চ করার পর থেকে প্রায় ৬,০০০ শিশু পিগি ব্যাঙ্কে ১ কোটি টাকা জমা করেছে ৷ ২৬টি সমবায় ব্যাঙ্কের বিভিন্ন শাখা থেকে শিশুদের পিগি ব্যাঙ্ক দেওয়া হয়।’
আরও পড়ুন: বুধে মুখ্যমন্ত্রী পদে শপথ, তার আগে আজ সনিয়া ও রাহুল গান্ধির সঙ্গে বৈঠক কুমারস্বামীর
তিনি আরও জানান, এই ডিপোজিটের উপরে ব্যাঙ্ক উচ্চশিক্ষা, ব্যবসা, বিয়ের জন্য লোন দিচ্ছে ৷ এই প্রকল্পটি শিশুদের বাবা-মা তাদের জন্মের পর থেকেই মাত্র একটাকা দিয়ে খুলতে পারবেন ৷
পিগি ব্যাঙ্কের দুটি চাবি থাকে ৷ একটি চাবি থাকে ব্যাঙ্কের কাছে এবং একটি চাবি দেওয়া হয় শিশুটিকে। প্রতি মাসে টাকা দেওয়ার সময় পিগি ব্যাঙ্ক খোলা হয় ৷ দুটি চাবি এক সঙ্গে ব্যবহার করলে তবেই পিগি ব্যাঙ্ক খোলা যায় ৷ এই প্রকল্পে আট শতাংশ হারে সুদ দেওয়া হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chhindwara kids, Madhya Pradesh, Piggy bank savings accounts, Rs 1 crore