প্লাস্টিকের নয়, কাগজের জাতীয় পতাকা ব্যবহার করার নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
সব রাজ্য এবং কেন্দ্রশাসিত সরকারগুলিকে একটি নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাতে স্পষ্ট করে বলা হয়েছে সাধারণ মানুষ যাতে প্লাস্টিকের তৈরি ভারতীয় পতাকা ব্যবহার না করে। বদলে কাগজের তৈরি পতাকা ব্যবহার করার কথা বলা হয়েছে।
#নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবস আর বেশি দেরি নেই। এই দিনটি উদযাপনে সমগ্র দেশবাসী গর্বিত বোধ করে। অনেক অভাব, অভিযোগ থাকলেও এই দিনটি সমগ্র দেশবাসীকে একটি দিনের জন্য হলেও জাতীয়তাবাদের ভাবনায় বেঁধে রাখে। কিন্তু অনেক সময় দেখা যায় অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে জাতীয় পতাকার সম্মান অক্ষুন্ন রাখা হয় না। এবার তাই বিষয়টি মাথায় রেখে আগে থেকেই সব রাজ্য এবং কেন্দ্রশাসিত সরকারগুলিকে একটি নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাতে স্পষ্ট করে বলা হয়েছে সাধারণ মানুষ যাতে প্লাস্টিকের তৈরি ভারতীয় পতাকা ব্যবহার না করে। বদলে কাগজের তৈরি পতাকা ব্যবহার করার কথা বলা হয়েছে।
নির্দেশিকাটিতে জাতীয় পতাকা সম্মান আইন এবং নিরোধ প্রতিরোধ আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। অতীতে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ জাতীয়, সাংস্কৃতিক এবং ক্রীড়া অনুষ্ঠানে কাগজের পতাকার পরিবর্তে প্লাস্টিকের পতাকা ব্যবহার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে,"যেহেতু প্লাস্টিকের তৈরি পতাকা কাগজের পতাকার মত জৈব বিস্তৃত হয় না, তাই দীর্ঘ সময়ের জন্য পচে না। পরিবেশের পক্ষে যা অত্যন্ত ক্ষতিকারক। জাতীয় সম্মান দমন প্রতিরোধ আইন অনুসারে প্রকাশ্যে বা অন্য যেকোনও স্থানে মৌখিকভাবেই হোক বা শারীরিকভাবে, ভারতীয় জাতীয় পতাকা অবমাননার কাজ জরিমানা সাপেক্ষ এবং একই সঙ্গে তিন বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় অপরাধ"।
advertisement
Ensure National Flags made of paper are used. Give publicity against use of Plastic Flags, MHA directs States, UTs.https://t.co/afEUUPdXSI pic.twitter.com/bjpvF3EEfY
— Siddharth Acharya (@AdvSidAcharya) January 22, 2021
advertisement
ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যাবে, ভারতে প্লাস্টিকের ব্যবহার জোরালোভাবে শুরু হয়েছিল ১৯৫৭-এর কাছাকাছি সময়। তবে ভারতের জীবনযাত্রার সঙ্গে এটি ওতপ্রোতভাবে জুড়ে যেতে সময় লেগেছিল আরও ৩০ বছর।১৯৭৯ সালে রাষ্ট্রের মালিকানাধীন ইন্ডিয়ান পেট্রো-কেমিক্যালস-এর হাত ধরে 'প্লাস্টিকের বাজার' তৈরি হয়। আর ১৯৯৪ সালেই প্লাস্টিকের সফট্ ড্রিংকের বোতলগুলি পরিবেশে বিরক্তির মূল কারণ হয়ে দাঁড়ায়। সময় বদলে গিয়েছে। বর্তমানে প্লাস্টিকের ব্যবহার আমাদের ঠিকমতো না করার কারণে, এটি একটি গুরুতর সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
advertisement
অনুমান করা হয় যে, ব্যবহারের পরে অল্প সময়ের মধ্যেই প্লাস্টিক প্যাকেজিং প্রোডাক্টের ৭০ শতাংশই প্লাস্টিক বর্জ্যে পরিণত হয়। আমাদের দেশে প্রতি বছর ৯৪ লক্ষ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। এর মধ্যে ৬০ শতাংশই পুনর্ব্যবহার করা যায়। কিন্তু কেন্দ্রীয় সরকার প্লাস্টিকের ফলে পরিবেশ দূষণ সম্পর্কে অবগত। তাই সঠিক সময় সব রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠিয়ে সাবধান করে দিয়েছে তাঁরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 22, 2021 11:32 PM IST