Indian Prisoners in Foreign Jail: বিদেশের জেলে মৃত্যুর দিন গুনছেন কতজন ভারতীয়, তালিকার শীর্ষে কোন দেশ? চমকে ওঠা তথ্য দিল কেন্দ্র

Last Updated:

বিদেশি রাষ্ট্রগুলিতে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয়ের সংখ্যা কত, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই বৃহস্পতিবার রাজ্যসভায় এই তথ্য সামনে আনেন কেন্দ্রীয় মন্ত্রী৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
শুধুমাত্র সংযুক্ত আরব আমিরশাহিতেই মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয়ের সংখ্যা ২৫৷ যদিও এখনও এই ২৫ জন ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি৷ বৃহস্পতিবার সংসদে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কৃতিবর্ধন সিং৷
বিভিন্ন দেশে মতো কতজন ভারতীয় জেলবন্দি হয়ে রয়েছেন এবং বিদেশি রাষ্ট্রগুলিতে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয়ের সংখ্যা কত, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই বৃহস্পতিবার রাজ্যসভায় এই তথ্য সামনে আনেন কেন্দ্রীয় মন্ত্রী৷ তিনি জানান, বিদেশে জেলবন্দি মোট ভারতীয়ের সংখ্যা ১০,১৫২ জন৷ এর মধ্যে বিচারাধীন বন্দিরাও রয়েছেন৷
কেন্দ্রীয় মন্ত্রী জানান, বিদেশে বসবাসকারী সব ভারতীয়ের নিরাপত্তার পাশাপাশি তাঁদের কোনও সমস্যা যাতে না হয়, সে বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখে কেন্দ্রীয় সরকার৷ বিদেশি রাষ্ট্রের জেলে বন্দি ভারতীয়দের ক্ষেত্রেও এই একই নীতি অবলম্বন করা হয়৷ তিনি আরও জানান, এমন আটটি দেশ রয়েছে যেখানে বেশ কিছু ভারতীয়কে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হলেও এখনও তা কার্যকর করা হয়নি৷
advertisement
advertisement
এই তালিকায় সবার উপরে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি৷ সেখানে ২৫ জন ভারতীয় জেলবন্দি রয়েছেন যাঁদের মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে৷ সৌদি আরবে রয়েছেন ১১ জন, মালয়েশিয়ায় ৬ জন, কুয়েতে ৩ জন এবং ইয়েমেন, ইন্দোনেশিয়া, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ১ জন৷ মৃত্যুদণ্ডের সাজা পাওয়া এবং অন্যান্য বিচারাধীন জেলবন্দি ভারতীয়দের বিদেশের মাটিতেও আইনি সহায়তা সহ সব রকম সহযোগিতা ভারত সরকারের পক্ষ থেকে করা হয় বলেই মন্ত্রীর দাবি৷
advertisement
মন্ত্রী আরও জানান, ২০২৪ সালে সৌদি আরব এবং কুয়েতে ৩ জন করে ভারতীয়ের মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করা হয়েছে৷ জিম্বাবোয়েতেও এক ভারতীয়ের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা হয়৷ ২০২৩ সালে কুয়েত এবং সৌদি আরবে ৫ জন করে ভারতীয়ের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা হয়৷ মালয়েশিয়াতেও এক ভারতীয়ের মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করা হয় ওই বছর৷
advertisement
মন্ত্রী জানিয়েছেন, কতজন ভারতীয়ের মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করা হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহি সেই তথ্য জানায় না৷ তবে অসমর্থিত সূত্রে ভারত সরকার জানতে পেরেছে, ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে কোনও ভারতীয়ের মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর হয়নি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Prisoners in Foreign Jail: বিদেশের জেলে মৃত্যুর দিন গুনছেন কতজন ভারতীয়, তালিকার শীর্ষে কোন দেশ? চমকে ওঠা তথ্য দিল কেন্দ্র
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement