Indian Prisoners in Foreign Jail: বিদেশের জেলে মৃত্যুর দিন গুনছেন কতজন ভারতীয়, তালিকার শীর্ষে কোন দেশ? চমকে ওঠা তথ্য দিল কেন্দ্র

Last Updated:

বিদেশি রাষ্ট্রগুলিতে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয়ের সংখ্যা কত, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই বৃহস্পতিবার রাজ্যসভায় এই তথ্য সামনে আনেন কেন্দ্রীয় মন্ত্রী৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
শুধুমাত্র সংযুক্ত আরব আমিরশাহিতেই মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয়ের সংখ্যা ২৫৷ যদিও এখনও এই ২৫ জন ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি৷ বৃহস্পতিবার সংসদে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কৃতিবর্ধন সিং৷
বিভিন্ন দেশে মতো কতজন ভারতীয় জেলবন্দি হয়ে রয়েছেন এবং বিদেশি রাষ্ট্রগুলিতে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয়ের সংখ্যা কত, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই বৃহস্পতিবার রাজ্যসভায় এই তথ্য সামনে আনেন কেন্দ্রীয় মন্ত্রী৷ তিনি জানান, বিদেশে জেলবন্দি মোট ভারতীয়ের সংখ্যা ১০,১৫২ জন৷ এর মধ্যে বিচারাধীন বন্দিরাও রয়েছেন৷
কেন্দ্রীয় মন্ত্রী জানান, বিদেশে বসবাসকারী সব ভারতীয়ের নিরাপত্তার পাশাপাশি তাঁদের কোনও সমস্যা যাতে না হয়, সে বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখে কেন্দ্রীয় সরকার৷ বিদেশি রাষ্ট্রের জেলে বন্দি ভারতীয়দের ক্ষেত্রেও এই একই নীতি অবলম্বন করা হয়৷ তিনি আরও জানান, এমন আটটি দেশ রয়েছে যেখানে বেশ কিছু ভারতীয়কে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হলেও এখনও তা কার্যকর করা হয়নি৷
advertisement
advertisement
এই তালিকায় সবার উপরে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি৷ সেখানে ২৫ জন ভারতীয় জেলবন্দি রয়েছেন যাঁদের মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে৷ সৌদি আরবে রয়েছেন ১১ জন, মালয়েশিয়ায় ৬ জন, কুয়েতে ৩ জন এবং ইয়েমেন, ইন্দোনেশিয়া, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ১ জন৷ মৃত্যুদণ্ডের সাজা পাওয়া এবং অন্যান্য বিচারাধীন জেলবন্দি ভারতীয়দের বিদেশের মাটিতেও আইনি সহায়তা সহ সব রকম সহযোগিতা ভারত সরকারের পক্ষ থেকে করা হয় বলেই মন্ত্রীর দাবি৷
advertisement
মন্ত্রী আরও জানান, ২০২৪ সালে সৌদি আরব এবং কুয়েতে ৩ জন করে ভারতীয়ের মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করা হয়েছে৷ জিম্বাবোয়েতেও এক ভারতীয়ের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা হয়৷ ২০২৩ সালে কুয়েত এবং সৌদি আরবে ৫ জন করে ভারতীয়ের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা হয়৷ মালয়েশিয়াতেও এক ভারতীয়ের মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করা হয় ওই বছর৷
advertisement
মন্ত্রী জানিয়েছেন, কতজন ভারতীয়ের মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করা হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহি সেই তথ্য জানায় না৷ তবে অসমর্থিত সূত্রে ভারত সরকার জানতে পেরেছে, ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে কোনও ভারতীয়ের মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর হয়নি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Prisoners in Foreign Jail: বিদেশের জেলে মৃত্যুর দিন গুনছেন কতজন ভারতীয়, তালিকার শীর্ষে কোন দেশ? চমকে ওঠা তথ্য দিল কেন্দ্র
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement