• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, উপত্যকায় চলছে তুমুল গুলির লড়াই

ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, উপত্যকায় চলছে তুমুল গুলির লড়াই

ভারতের হামলায় নিকেশ পাক সেনা, জঙ্গি৷ PHOTO- FILE

ভারতের হামলায় নিকেশ পাক সেনা, জঙ্গি৷ PHOTO- FILE

 • Share this:

  #শ্রীনগর: ইন্দো-পাক সীমান্তের পরিস্থিতি এই মুহূর্তে বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে রয়েছে ৷ নিয়ন্ত্রণরেখা দিয়ে অনবরত চলছে গোলাগুলি ৷ গত তিনদিন ধরে লাগাতার গুলিবর্ষণের পর রবিবার রাতে কিছুটা থিতিয়ে গিয়েছিল পাকিস্তান ৷ সাময়িক সময়ের জন্য বন্ধ হয়েছিল গোলাগুলি ৷ ফের সোমবার ভোররাত থেকে সীমান্তের ওপার থেকে হেভি শেলিং শুরু করেছে পাকিস্তান সেনা ৷

  জম্মু-কাশ্মীরের পালানওয়ালা আখনুর সেক্টরে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান ৷ গুলির আওয়াজে কেঁপে উঠছে আখনুর সেক্টর ৷ পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীও ৷ দু’পক্ষে চলছে তুমুল গুলির লড়াই ৷ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি ৷  ভোর ৩টে থেকে শুরু হয় গুলির লড়াই ৷ বেশ কিছুক্ষণ পর্যন্ত চলে লড়াই ৷ সকালে ৬.৩০ পর্যন্ত চলে গোলাগুলি ৷

  সার্জিকাল স্ট্রাইক ২-র পর উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাক সীমান্ত ৷ সীমান্তের ওপার থেকে হেভি শেলিং করছে পাকিস্তান ৷ সীমান্তের ওপার থেকে ছোঁড়া মর্টারে শহিদ হয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশ-সহ ৯জন সিআরপিএফ জওয়ান ৷ পাক হামলায় প্রাণ হারিয়েছেন স্থানীয় বাসিন্দারাও ৷

  First published: