• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • CBI RAID IN CHIDAMBARAM HOUSE ON WEDNESDAY FOR THE THIRD TIME DC

INX মিডিয়া মামলা: ফের চিদম্বরমের বাড়িতে সিবিআই

রাতে দু'ঘন্টার মধ্যে সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়ার কথা জানিয়ে নোটিস দেওয়া হয়।

রাতে দু'ঘন্টার মধ্যে সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়ার কথা জানিয়ে নোটিস দেওয়া হয়।

 • Share this:

  #নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া মামলায় গ্রেফতারির মুখে পি চিদম্বরম। মঙ্গলবার সন্ধে ও রাতের পর বুধবার সকালেও প্রাক্তন অর্থমন্ত্রী দিল্লির জোরবাগের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা।

  রাতে দু'ঘন্টার মধ্যে সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়ার কথা জানিয়ে নোটিস দেওয়া হয়। সেইসময় বাড়িতে ছিলেন না চিদম্বরম। ফোন বন্ধ প্রাক্তন অর্থমন্ত্রীর। বাড়ির দেওয়ালেই নোটিস সেঁটে দেন সিবিআই আধিকারিকরা।

  মঙ্গলবারই আইএনএক্স মিডিয়া মামলায় দিল্লি হাইকোর্টে প্রাক্তন অর্থমন্ত্রীর আগাম জামিনের আর্জি খারিজ হয়। বুধবার সুপ্রিম কোর্টে তাঁর আগাম জামিনের শুনানি।

  First published: