কাবেরী ইস্যুতে উত্তাল বেঙ্গালুরু, ৪০টিরও বেশি বাস পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

Last Updated:

জল নিয়ে উত্তপ্ত বেঙ্গালুরু ৷ কাবেরীর জলবন্টন ইস্যু নিয়ে গত কয়েকদিন ধরেই অশান্ত ভারতের ‘বাগিচা শহর’ ৷ সোমবার পরিস্থি্তি আরও অবনতি হওয়ায় বেঙ্গালুরু ও পাণ্ডাভাপুরাতে জারি করা হল ১৪৪ ধারা ৷

#বেঙ্গালুরু: জল নিয়ে উত্তপ্ত বেঙ্গালুরু ৷ কাবেরীর জলবন্টন ইস্যু নিয়ে গত কয়েকদিন ধরেই অশান্ত ভারতের ‘বাগিচা শহর’ ৷ সোমবার পরিস্থি্তি আরও অবনতি হওয়ায় বেঙ্গালুরু ও পাণ্ডাভাপুরাতে জারি করা হল ১৪৪ ধারা ৷ এদিন বেঙ্গালুরু জুড়ে তুমুল তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা ৷ তামিলনাড়ুগামী ৪০টিরও বেশি বাসে আগুন লাগিয়ে দেয় জনতা ৷ বাসস্ট্যান্ড, বাস ডিপোতেও ভাঙচুর চালায় প্রতিবাদীরা ৷
বর্ষার অভাবে কর্ণাটক প্রবল জলসঙ্কটের মোকাবিলা করছে ৷ তার মধ্যে এই নির্দেশ! সুপ্রিম কোর্টের এদিনের নতুন নির্দেশ বেঙ্গালুরু বাসিন্দাদের ক্ষোভের আগুনে ঘি ঢালে ৷ গত ৫ সেপ্টেম্বর কর্ণাটক সরকারকে তামিলনাড়ুর জন্য প্রতিদিন কাবেরীর ১৫ হাজার কিউসেক জল ছাড়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ৷ এই নির্দেশ খারিজের আর্জি জানিয়ে ফের সুপ্রিম কোর্টে দরবার করে কর্ণাটক সরকার ৷ সোমবার কর্ণাটকের আবেদন শুনে সু্পিম কোর্ট ১৫ হাজার কিউসেকের বদলে জল ছাড়ার পরিমাণ কমিয়ে ১২ হাজার কিউসেক করে দেয় ৷ আগামী ২০ সেপ্টেম্বর অবধি তামিলনাড়ুকে প্রতিদিন ১২ হাজার কিউসেক জল ছাড়তে হবে কর্ণাটককে ৷ এই রায়ের পরই উত্তেজনা ছড়ায় বেঙ্গালুরু, মাইসোরে ৷
advertisement
তামিলনাড়ুগামী বাস, ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ শহর জুড়ে তামিল দোকানপাটে ভাঙচুর চালানো হয় ৷ বেঙ্গালুরু মাইসোরের তামিল বাসিন্দাদের উপর হামলার আশঙ্কায় তাদের নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর ৷
advertisement
বেঙ্গালুরু সহ আশেপাশের শহরে অশান্তি মোকাবিলায় মোতায়েন CRPF, RPF, CISF ৷ কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ হাজার হোমগার্ড ও ১৮৫ কর্নাটক রিজার্ভ পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ বিকেল ৫টা থেকে বেঙ্গালুরু শহর জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা ৷ এছাড়া পাণ্ডাভাপুরাতেও ১৪৪ ধারা জারি করা হয়েছে ৷ বেঙ্গালুরুতে স্তব্ধ মেট্রো পরিষেবা ৷ স্কুলগুলিতে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে ৷
advertisement
২০ সেপ্টেম্বরের পর ফের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আদালতে আবেদন জানাবে কর্নাটক ৷ কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর জানান, ‘সুপ্রিম কোর্ট জল ছাড়র পরিমাণ কমিয়েছে কিন্তু সময়সীমা বাড়িয়ে দিয়েছে ৷ তাতে আমাদের কি লাভা হল? আমরা ২০ সেপ্টেম্বরের পর আবার আবেদন করব ৷’
ভারতে আসা আমেরিকান পর্যটকদের নিয়ে চিন্তিত আমেরিকান দূতাবাস ৷ আমেরিকার তরফে একটি বিবৃতি জারি করে ভারতের অশান্ত জায়গাগুলিকে এড়িয়ে চলার উপদেশ দেওয়া হয়েছে ৷
advertisement
অশান্ত বেঙ্গালুরুর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ৷ মঙ্গলবার সকালে হবে মন্ত্রিসভার জরুরি বৈঠক ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কাবেরী ইস্যুতে উত্তাল বেঙ্গালুরু, ৪০টিরও বেশি বাস পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement