Cafe Coffee Day Founder Siddhartha: রহস্যজনক ভাবে নিখোঁজ 'ক্যাফে কফি ডে'-র মালিক ভিজি সিদ্ধার্থ
Last Updated:
VG Siddhartha Missing: দেড় ঘণ্টা মতো কেটে যাওয়ার পর ড্রাইভার গাড়ি থেকে নেমে খোঁজাখুঁজি শুরু করেন৷ কিন্তু সিদ্ধার্থের কোনও খোঁজ পাওয়া যায়নি বলে দাবি তাঁর৷ এরপরই সিদ্ধার্থের পরিবারের লোকেরা পুলিশে খবর দেন৷ গোটা কর্নাটক জুড়ে বড় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ৷
#বেঙ্গালুরু: রহস্যজনক ভাবে নিখোঁজ ভারতের বৃহত্তম কফি চেন, 'ক্যাফে কফি ডে'-এর কর্ণধার ভি জি সিদ্ধার্থ৷ সোমবার সন্ধে থেকে সিদ্ধার্থের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না৷ ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণর জামাই সিদ্ধার্থকে শেষবার দেখা গিয়েছে বেঙ্গালুরু থেকে ৩৭৫ কিমি দূরে ম্যাঙ্গালোরে নেত্রবতী নদীর ব্রিজে৷ ড্রাইভার জানিয়েছেন, ব্রিজে গাড়ি থামিয়ে সিদ্ধার্থ নেমে যান৷ তারপর আর ফেরেননি৷ তাঁর হদিশও পাওয়া যায়নি৷ ফোন সুইচড অফ৷
Mangaluru Police Commissioner, Sandeep Patil on VG Siddhartha missing case: Boat service and help of local fishermen being taken to conduct search operation in the Netravati river. We are checking with whom all he spoke last. https://t.co/1xZtVsPHAi
— ANI (@ANI) July 30, 2019
advertisement
বেঙ্গালুরুতে প্রাক্তন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণর বাড়িতে গিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা৷ নেত্রবতী নদীতে ডুবুরি ও হেলিকপ্টারের মাধ্যমে তল্লাশি চলছে৷
advertisement
Karnataka CM BS Yediyurappa and Congress leader DK Shivakumar&BL Shankar visited former Karnataka CM, SM Krishna at his residence in Bengaluru, early morning today. VG Siddhartha, son-in-law of former CM Krishna & founder-owner Cafe Coffee Day, has gone missing in Mangaluru. pic.twitter.com/xRix1tXBoq — ANI (@ANI) July 30, 2019
advertisement
দেড় ঘণ্টা মতো কেটে যাওয়ার পর ড্রাইভার গাড়ি থেকে নেমে খোঁজাখুঁজি শুরু করেন৷ কিন্তু সিদ্ধার্থের কোনও খোঁজ পাওয়া যায়নি বলে দাবি তাঁর৷ এরপরই সিদ্ধার্থের পরিবারের লোকেরা পুলিশে খবর দেন৷ গোটা কর্নাটক জুড়ে বড় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ৷ ড্রাইভার পুলিশকে বলেছেন, 'কোটেকারের কাছে ব্রিজে গাড়ি থেকে নামার সময় কারও সঙ্গে ফোনে কথা বলছিলেন সিদ্ধার্থ৷'
advertisement
Mangaluru Police Commissioner,Sandeep Patil on #VGSiddhartha missing case:Y'day,he left from B'luru saying he is going to Sakleshpur.But on the way,he told his driver to go to Mangaluru.On reaching Netravati river bridge,he got down from the car,asked his driver to go ahead&stop pic.twitter.com/3TYcqMTFYU — ANI (@ANI) July 30, 2019
advertisement
এই মুহূর্তে সিদ্ধার্থের সব আত্মীয় জড়ো হয়েছেন বেঙ্গালুরুতে এসএম কৃষ্ণর বাড়িতে৷ সিদ্ধার্থের সঙ্গে এসএম কৃষ্ণর বড় মেয়ে মালবিকার বিয়ে হয়৷ তাঁর দুই ছেলেও আছে৷ ক্যাফে কফি ডে ছাড়াও একটি হসপিটালিটি চেন রয়েছে তাঁর৷ সেরাই ও সিসাদায় সাত তারা হোটেলে৷ ১৯৯০ সালে ক্যাফে কফি ডে নামে একটি ছোট ক্যাফে খোলেন তিনি৷ বর্তমানে যা আন্তর্জাতিক ব্র্যান্ড৷ ১০ হাজার কর্মী সারা দেশে কাজ করেন ক্যাফে কফি ডে-তে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 30, 2019 8:05 AM IST

