• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • Cafe Coffee Day Founder Siddhartha: রহস্যজনক ভাবে নিখোঁজ 'ক্যাফে কফি ডে'-র মালিক ভিজি সিদ্ধার্থ

Cafe Coffee Day Founder Siddhartha: রহস্যজনক ভাবে নিখোঁজ 'ক্যাফে কফি ডে'-র মালিক ভিজি সিদ্ধার্থ

ক্যাফে কফি ডে-র কর্ণধার ভিজি সিদ্ধার্থ

ক্যাফে কফি ডে-র কর্ণধার ভিজি সিদ্ধার্থ

VG Siddhartha Missing: দেড় ঘণ্টা মতো কেটে যাওয়ার পর ড্রাইভার গাড়ি থেকে নেমে খোঁজাখুঁজি শুরু করেন৷ কিন্তু সিদ্ধার্থের কোনও খোঁজ পাওয়া যায়নি বলে দাবি তাঁর৷ এরপরই সিদ্ধার্থের পরিবারের লোকেরা পুলিশে খবর দেন৷ গোটা কর্নাটক জুড়ে বড় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ৷

 • Share this:

  #বেঙ্গালুরু: রহস্যজনক ভাবে নিখোঁজ ভারতের বৃহত্তম কফি চেন, 'ক্যাফে কফি ডে'-এর কর্ণধার ভি জি সিদ্ধার্থ৷ সোমবার সন্ধে থেকে সিদ্ধার্থের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না৷ ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণর জামাই সিদ্ধার্থকে শেষবার দেখা গিয়েছে বেঙ্গালুরু থেকে ৩৭৫ কিমি দূরে ম্যাঙ্গালোরে নেত্রবতী নদীর ব্রিজে৷ ড্রাইভার জানিয়েছেন, ব্রিজে গাড়ি থামিয়ে সিদ্ধার্থ নেমে যান৷ তারপর আর ফেরেননি৷ তাঁর হদিশও পাওয়া যায়নি৷ ফোন সুইচড অফ৷

  বেঙ্গালুরুতে প্রাক্তন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণর বাড়িতে গিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা৷ নেত্রবতী নদীতে ডুবুরি ও হেলিকপ্টারের মাধ্যমে তল্লাশি চলছে৷

  দেড় ঘণ্টা মতো কেটে যাওয়ার পর ড্রাইভার গাড়ি থেকে নেমে খোঁজাখুঁজি শুরু করেন৷ কিন্তু সিদ্ধার্থের কোনও খোঁজ পাওয়া যায়নি বলে দাবি তাঁর৷ এরপরই সিদ্ধার্থের পরিবারের লোকেরা পুলিশে খবর দেন৷ গোটা কর্নাটক জুড়ে বড় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ৷ ড্রাইভার পুলিশকে বলেছেন, 'কোটেকারের কাছে ব্রিজে গাড়ি থেকে নামার সময় কারও সঙ্গে ফোনে কথা বলছিলেন সিদ্ধার্থ৷'

  এই মুহূর্তে সিদ্ধার্থের সব আত্মীয় জড়ো হয়েছেন বেঙ্গালুরুতে এসএম কৃষ্ণর বাড়িতে৷ সিদ্ধার্থের সঙ্গে এসএম কৃষ্ণর বড় মেয়ে মালবিকার বিয়ে হয়৷ তাঁর দুই ছেলেও আছে৷ ক্যাফে কফি ডে ছাড়াও একটি হসপিটালিটি চেন রয়েছে তাঁর৷ সেরাই ও সিসাদায় সাত তারা হোটেলে৷ ১৯৯০ সালে ক্যাফে কফি ডে নামে একটি ছোট ক্যাফে খোলেন তিনি৷ বর্তমানে যা আন্তর্জাতিক ব্র্যান্ড৷ ১০ হাজার কর্মী সারা দেশে কাজ করেন ক্যাফে কফি ডে-তে৷

  First published: