Bus Accident: নাসিকে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা পেরিয়ে স্ট্যান্ডে ঢুকে পড়ল বেপরোয়া বাস, মৃত ১, আহত অনেকে, দেখুন ভিডিও
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Maharashtra Bus Accident: মহারাষ্ট্রের নাসিকে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নাসিকের সিন্নার বাস স্ট্যান্ডে মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্ল্যাটফর্মে উঠে পড়ে। এর জেরে ৯ বছরের এক কিশোর নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
মহারাষ্ট্রের নাসিকে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নাসিকের সিন্নার বাস স্ট্যান্ডে মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্ল্যাটফর্মে উঠে পড়ে। এর জেরে ৯ বছরের এক কিশোর নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
advertisement
advertisement
জানা গিয়েছে, বাসটি বাস স্ট্যান্ডে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যার জেরে বাসটি সরাসরি প্ল্যাটফর্মে উঠে যায়। এই ঘটনার ফলে আশেপাশের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। যাত্রীরা এবং স্থানীয় দোকানদাররা আহতদের টেনে বার করার জন্য ছুটে আসেন।
advertisement
🚨 Major Accident at Sinnar Bus Stop, Nashik
A tragic incident occurred at the Sinnar bus stop in Nashik when a bus’s brakes failed, running over 5 people.
One child lost their life, while 4 others were injured.
The entire accident was captured on CCTV footage.#Nashik #Sinnar… pic.twitter.com/TdLUKUU2bR— Indian Observer (@ag_Journalist) November 19, 2025
advertisement
মৃত শিশুটির নাম আদর্শ বোরাডে, তার পরিবার পাণ্ডারপুরে তীর্থযাত্রা শেষ করে তাদের গ্রাম দাপুর সিন্নারে ফিরছিল। দুর্ঘটনার সময় তারা বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিল। ঘটনার একটি সিসিটিভি ফুটেজও প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গিয়েছে বাসটি স্ট্যান্ডে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটোছুটি শুরু করেন। কর্তৃপক্ষের অনুমান, ব্রেক ফেল করার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে, তদন্তকারীরা জানান কেন এই দুর্ঘটনা ঘটল তার কারণ জানতে বিস্তারিত তদন্ত করা হবে।
advertisement
আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ এবং পরিবহণ বিভাগের কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ এবং বাসে কোনও যান্ত্রিক সমস্যা ছিল কি না তা খতিয়ে দেখছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 19, 2025 9:00 PM IST

