স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগোল ভারত, বুলেট ট্রেন প্রকল্পের শিলান্যাস করে বললেন প্রধানমন্ত্রী
Last Updated:
ভারতীয় রেলে বুলেট বিপ্লব। আজ আহমেদাবাদে শিলান্যাস হল প্রধানমন্ত্রীর স্বপ্নের বুলেট ট্রেন প্রকল্পের।
#আহমেদাবাদ: ভারতীয় রেলে বুলেট বিপ্লব। আজ আহমেদাবাদে শিলান্যাস হল প্রধানমন্ত্রীর স্বপ্নের বুলেট ট্রেন প্রকল্পের। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে পাশে নিয়ে প্রকল্পের শিলান্যাস করলেন নরেন্দ্র মোদি। ভারতের প্রথম বুলেট ট্রেন চলবে আহমেদাবাদ থেকে মুম্বই পর্যন্ত। প্রকল্পে খরচ পড়বে আনুমানিক এক লক্ষ দশ হাজার কোটি টাকা। মোদি সরকারের লক্ষ্য, স্বাধীনতা দিবসের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ২০২২ এর ১৫ অগাস্ট ভারতের মাটিতে বুলেট ছুটবে।
মুম্বই থেকে আহমেদাবাদ ৫০০ কিলোমিটার পথ এই বুলেট ট্রেন অতিক্রম করবে আড়াই ঘণ্টায়। রেলপথে থাকবে একাধিক টানেল। দীর্ঘ টানেলটি হবে ২১ কিলোমিটারের। এই টানেলের ৭ কিলোমিটার থাকবে সমুদ্রের নীচে। মুম্বই - আহমেদাবাদের মধ্যে মোট ১২টি স্টেশন হবে। বুলেট ট্রেনের সর্বোচ্চ গতি ৩২০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এই প্রকল্পে ১ লক্ষ কোটি টাকা খরচ হবে।
advertisement
জাপানের ঋণে তৈরি হবে বুলেট ট্রেন ৷ ‘ভারত-জাপানের নয়া অধ্যায়ের সূচনা ৷ ২ বছর আগে বুলেট ট্রেন তৈরির প্রস্তাব দেন নরেন্দ্র মোদি ৷ প্রস্তাবে সাড়া দিয়েছে জাপান সরকার ৷ সহযোগিতা জাপানের একাধিক সংস্থারও ৷ পানে অভূতপূর্ব সাড়া বুলেট ট্রেনের’, বললেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ৷
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ‘আজ স্বপ্নের একটি প্রকল্পের সূচনা হল ৷ ভারত-জাপানের জন্য আজ ঐতিহাসিক দিন ৷ এই প্রকল্পের ফলে কর্মসংস্থান বাড়বে ৷ বুলেট ট্রেনের গতির মতোই এগোবে দেশ ৷ বুলেট ট্রেন পুরোপুরি সুরক্ষিত ৷ বুলেট ট্রেন পরিবেশবান্ধব একটি প্রকল্প ৷ প্রকল্পে প্রযুক্তিগত সাহায্যও দিচ্ছে জাপান ৷ জাপান ভারতের বন্ধু দেশ ৷ বুলেট ট্রেনের জন্য ৮৮ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে জাপান ৷ ০.১ % সুদে ৫০ বছরে মেটাতে হবে ঋণ ৷
advertisement
কাছের বন্ধু জাপানকে অনেক ধন্যবাদ ৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 14, 2017 12:33 PM IST
