বাজেটে বিশেষ নজরে মহিলা ও তপশিলী জাতি-উপজাতি
Last Updated:
তপশিলী জাতি, তপশীলি উপজাতি এবং মহিলা উদ্যোগপতিদের জন্য ৫০০ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ স্ট্যান্ড-আপ ইন্ডিয়া স্কিম অনুসারে ২০১৬-১৭ বাজেটে এই টাকা বরাদ্দ করলেন অর্থমন্ত্রী ৷ একই সঙ্গে মহিলাদের সুবিধার্থে বিপিএল তালিকাভুক্ত পরিবারে মহিলাদের নামেই এলপিজি সংযোগ দেওয়ার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী ৷
#নয়াদিল্লি: তপশিলী জাতি, তপশীলি উপজাতি এবং মহিলা উদ্যোগপতিদের জন্য ৫০০ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ স্ট্যান্ড-আপ ইন্ডিয়া স্কিম অনুসারে ২০১৬-১৭ বাজেটে এই টাকা বরাদ্দ করলেন অর্থমন্ত্রী ৷ একই সঙ্গে মহিলাদের সুবিধার্থে বিপিএল তালিকাভুক্ত পরিবারে মহিলাদের নামেই এলপিজি সংযোগ দেওয়ার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী ৷
এবারের বাজেটে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি বিশেষ নজর দেওয়া হয়েছে মহিলাদের ক্ষমতায়নে ৷ বিপিএল তালিকাভুক্ত পরিবারের জন্য মহিলাদের নামে এলপিজি সংযোগ চালু করছে কেন্দ্রীয় সরকার ৷ এর জন্য প্রয়োজনীয় ভর্তুকি দেবে সরকার ৷ এই প্রকল্পের জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্দের কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ৷ এই প্রজেক্টে ৫ কোটি পরিবারের কাছে গ্যাসের সংযোগ পৌঁছে দেবে সরকার ৷
advertisement
মহিলা উদ্যোগপতিদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে বাজেটে ৷ নতুন উদ্যোগপতিদের জন্য স্ট্যান্ড-আপ ইন্ডিয়া স্কিমে দুটি প্রজেক্ট আনা হয়েছে ৷ এসসি, এসটি মহিলাদের জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে সরকার ৷ তপশিলী জাতি ও তপশিলী উপজাতিদের ব্যবসার জন্য মুদ্রা ব্যাঙ্কের মাধ্যমে ২০ হাজার কোটি টাকার ঋণ দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 29, 2016 7:56 PM IST