• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • 'সেঞ্চুরি' পার করোনা সংক্রমণ! ঘুম উড়েছে শিলিগুড়ির

'সেঞ্চুরি' পার করোনা সংক্রমণ! ঘুম উড়েছে শিলিগুড়ির

 • Share this:
  লাগামহীন করোনার দ্বিতীয় ঢেউ! চিন্তার ভাঁজ শিলিগুড়ির কপালে। শুক্রবার দার্জিলিং জেলায় ১৪৩ জন করোনা সংক্রামিতের হদিস মিলেছে। শিলিগুড়ি পুরনিগম এলাকায় ৬৩ জন করোনায় সংক্রামিত হয়েছিলেন। সংক্রামিতদের মধ্যে জলপাইগুড়ি জেলার অধীনে থাকা ওয়ার্ডগুলির ৮৪ জন রয়েছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এছাড়া শিলিগুড়ির পাশাপাশি দার্জিলিং মিউনিসিপালিটিতে ৮ জন, সুকনাতে ২ জন, বিজনবাড়িতে ৪ জন, সুখিয়াপোখড়িতে ২ জন, তাকদহতে ১ জন, মাটিগাড়ায় ২৬ জন, খড়িবাড়িতে ৩ জন, নকশালবাড়িতে ২৮ জন ও ফাঁসিদেওয়াতে ৬ করোনায় সংক্রামিত হয়েছেন। এদিকে জেলা স্বাস্থ্য আধিকারিক সূত্রে খবর, গত ২৪ ঘন্টায় মাত্র ৩ জন সুস্থ হয়েছেন।
  Published by:Pooja Basu
  First published: