যাত্রী সুরক্ষা ও পরিচ্ছন্ন রেল পরিষেবার উপরেই বেশি গুরুত্ব রেল বাজেটে

Last Updated:

যাত্রী সুরক্ষা ও পরিচ্ছন্ন রেল পরিষেবার উপরেই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে ৷

#নয়াদিল্লি: উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ভোট আসন্ন ৷ এই অবস্থায় ভোটের ঠিক আগেই কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ বিষয়টি নিয়ে অনেক আগেই প্রশ্ন তুলেছিল বিরোধী দলগুলি ৷ শেষপর্যন্ত অনেক বাধা-বিপত্তি অতিক্রম করেই আজ বাজেট পেশ করল কেন্দ্রীয় সরকার ৷ তবে শুধু সাধারণ বাজেটই নয়, রেল বাজেটও পেশ করা হল একই দিনে ৷ স্বাধীন ভারতের ইতিহাসে অতীতে এমন নজির নেই ৷ এই প্রথম রেল বাজেট রেলমন্ত্রীর বদলে পেশ করলেন কেন্দ্রের অর্থমন্ত্রী ৷ অরুন জেটলির ঘোষণায় রেলের জন্য এবছর কী কী বরাদ্দ হল দেখে নেওয়া যাক :-
যাত্রী সুরক্ষা ও পরিচ্ছন্ন রেল পরিষেবার উপরেই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে ৷ এর জন্য আগামী পাঁচ বছরের মধ্যে ১০ লক্ষ কোটি টাকার একটি আলাদা তহবিল ৷ ২০১৯ সালের মধ্যে রেলের সব কোচেই থাকবে বায়ো টয়লেট ৷ রেলের পরিচ্ছন্নতার উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। আনা হচ্ছে বিশেষ অ্যাপও।
২০২০ সালের মধ্যে প্রহরীবিহীন ক্রসিং তুলে দেওয়া হবে ৷ এছাড়া প্রায় সাত হাজার স্টেশনে সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে বলেও এদিন ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷
advertisement
advertisement
রেললাইন সম্প্রসারণের জন্যও এবার আরও উদ্যোগী সরকার ৷ তৈরি করা হবে ৫০০ কিলোমিটার নতুন রেলপথ ৷  ১৭টি রেল প্রকল্পে আলাদা আলাদা নজর দেওয়া হবে। রেলের উন্নতিতে জোর দেওয়া হবে পিপিপি মডেলে।৫০০টি স্টেশনে শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের জন্য তৈরি করা হবে লিফট ও চলমান সিঁড়ি-সহ বিশেষ ব্যবস্থা।
লেভেল ক্রসিংয়ে রক্ষী নেই ৷ ২০২০-র মধ্যেই এই বিষয়টা আর দেখা যাবে না ৷ কারণ তার মধ্যেই দেশের সমস্ত রক্ষীবিহীন লেভেল ক্রসিংয়ে রক্ষীর ব্যবস্থা করা হবে। যাত্রীদের জন্য সুরক্ষা তহবিল তৈরির কথাও ঘোষণা করেছেন অরুন জেটলি ৷
advertisement
২০১৭-১৮-র মধ্যেই অন্তত দেশের ২৫টা রেল স্টেশনকে পুরস্কার দেওয়া হবে ৷ এছাড়া পর্যটন এবং তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে তৈরি বিশেষ ট্রেনগুলিতেও বেশ কিছু নতুন ব্যবস্থা নেওয়া হবে ৷ কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে মেট্রো রেলেও এদিন নতুন পলিসির কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। যাত্রীদের জন্য ভাল খবর, IRCTC-র ওয়েবসাইটের মাধ্যমে ই-টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এবার থেকে সার্ভিস চার্জ তুলে নেওয়া হবে।
বাংলা খবর/ খবর/দেশ/
যাত্রী সুরক্ষা ও পরিচ্ছন্ন রেল পরিষেবার উপরেই বেশি গুরুত্ব রেল বাজেটে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement