সুলভ আবাসনকে পরিকাঠামো শিল্পের তকমা, জেটলির বাজেটে আশায় আবাসন নির্মাণ সংস্থাগুলি

Last Updated:
#নয়াদিল্লি: নোটবাতিলে ধাক্কা খেয়েছিল আবাসন শিল্প। বাজেটে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করেছেন জেটলি। সুলভ আবাসনকে পরিকাঠামো শিল্পের তকমা দেওয়ায় খুশি বিনিয়োগকারীরা। বিভিন্ন খাতে খরচ কমার সুফল ক্রেতারাও পাবেন বলে মত তাঁদের। ২০১৭-র বাজেট নিয়ে কমবেশি খুশি নির্মাণ সংস্থার সংগঠনগুলিও।
নোটবন্দির সিদ্ধান্ত জোরালো প্রভাব ফেলেছিল আবাসন শিল্পেও। দেশ জুড়েই আর্থিক মন্দার মুখে পড়ে ওই শিল্প। প্রায় ৪৪ শতাংশ বিক্রি কমে যায় আবাসন ক্ষেত্রে। কিন্তু, নোটবাতিলের পর প্রথম বাজেটে, সুলভ আবাসনকে পরিকাঠামো শিল্পের তকমা দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাতেই ঘাটতি মিটবে বলে মত বিনিয়োগকারীদের। কিন্তু, কীভাবে? দেখে নিন,
- পরিকাঠামোর তকমায় আবাসন শিল্পে বিনিয়োগ সহজ হবে
advertisement
advertisement
- পুঁজির ক্ষেত্রে আরও অনেক নতুন পথ খুলে যাবে
- বাজারে আরও বেশি আবাসন প্রকল্প তৈরি হবে
- মানুষের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য থাকবে
- পরিকাঠামো শিল্পের তকমা পাওয়ায় কর ছাড় পাওয়া যাবে
- ফলে, ব্যাঙ্ক ঋণে সুদ কমবে
advertisement
- এখনই বাড়ি কেনার সুবর্ণ সুযোগ
গত কয়েক বছরে আবাসন শিল্পে বৃদ্ধির গতি বেশ কম ছিল। নতুন বাজেটে আবাসন শিল্পে আর্থিক বৃদ্ধি বাড়বে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা ৷ ক্রেডাই প্রেসিডেন্ট নন্দু বিলানির মতে,
- ব্যাঙ্ক ঋণে সুদের হার কমবে
- করছাড় পাওয়া যাবে
advertisement
- নানা ছাড়ের সুবিধা পাবেন ক্রেতারাও
- ফ্ল্যাট কিনে বিক্রি করলেও সুবিধা পাওয়া যাবে
- ফ্ল্যাট কেনার ঝোঁক বাড়বে
সাধ্যের মধ্যেই মাথার ওপর ছাদ মিলবে বলে জানাচ্ছেন বিনিয়োগকারীরা ৷ এলআইজি ও এমআইজি আবাসনে চাহিদা বাড়বে ৷ সবার বাড়ির স্বপ্ন পূর্ণ হবে ৷
advertisement
নতুন বাজেটে এক কামরা বা দুই কামরার ফ্ল্যাটের ক্ষেত্রে প্রায় দশ শতাংশ খরচ কমে যাবে বলে মনে করা হচ্ছে। আবাসন শিল্পের বাজার চাঙ্গা হওয়ার অপেক্ষায় বিনিয়োগকারীরা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সুলভ আবাসনকে পরিকাঠামো শিল্পের তকমা, জেটলির বাজেটে আশায় আবাসন নির্মাণ সংস্থাগুলি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement