#কোঝিকোড়: কেরলের ওয়েনাদ জেলা ক্রীড়া সংস্থার মেয়েদের হস্টেলে এক তরুণী অ্যাথলিটের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। হোস্টেলের ঘরেই মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। রেসানামোল নামে ১৭ বছরের ওই অ্যাথলিটের দেহ প্রথম নজরে পড়ে তাঁর রুমমেটের। এর পর পুলিশ এসে ঘরের দরজা ভেঙে রেসানামোলের দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, এ দিন সকালে ট্রেনিং সেরে ফেরার পর রেসানামোলের কাছে একটি মোবাইল দেখেন তাঁর সতীর্থরা। মোবাইল নিয়ে খোঁজখবর শুরু করলে রেসানামোল নাকি সন্তোষজনক উত্তর দিতে পারেননি। বিষয়টি এর পর তাঁর মাকে জানানো হয়। এর পরই নাকি রেসানামোলের দেহ ঝুলতে দেখা যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Athlete Death, Kerala