সুপ্রিম রায়-কে সমর্থন, সব বয়সের মহিলাদের শবরীমালায় প্রবেশের পক্ষে বোর্ড

Last Updated:
#তিরুঅনন্তপুরম: নিজেদের সিদ্ধান্ত থেকে অবশেষে সরে দাঁড়াল ত্রাভানতকোর দেবাস্বোম বোর্ড(টিডিবি) ৷ সুপ্রিম রায়কে সমর্থন জানালেন বোর্ডের সদস্যরা ৷ পঞ্চাষোর্ধ মহিলারাই শুধু নন ৷ ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলারাও এবার অনায়াসে প্রবেশ করতে পারবেন শবরীমালা মন্দিরে ৷
গত বছরের ২৮ সেপ্টেম্বর শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট ৷ সেই রায়ের পুনর্বিবেচনার জন্য বুধবার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে ৷ শুনানির দায়িত্বে ছিলেন মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি আর এফ নারিম্যান, বিচারপতি এএম খানউইলকর, বিচারপতি ইন্দু মালহোত্রা এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷
advertisement
advertisement
শুনানি চলাকালীন ইন্দু মালহোত্রা ত্রাভানতকোর দেবাস্বোম বোর্ডের কাউন্সেল রাকেশ দ্বিবেদি-কে প্রশ্ন করেন, আয়াপ্পার মন্দিকে সব বয়সের মহিলাদের প্রবেশের অধিকার নেই ৷ সেই সিদ্ধান্তের ক্ষেত্রে কি তারা নিজেদের অবস্থান কোনও পরিবর্তন করেছেন ? সেই প্রশ্নের উত্তরেই রাকেশ স্পষ্টভাষায় জানিয়ে দেন, ‘বোর্ড নিজের সিদ্ধান্ত বদলেছে ৷ সুপ্রিম কোর্ট শবরীমালা নিয়ে যে রায় দিয়েছে, সেই রায়কেই সমর্থন জানাচ্ছে ত্রাভানতকোর দেবাস্বোম বোর্ড ৷’
advertisement
প্রসঙ্গত, সুপ্রিম রায়কে সমর্থন জানিয়ে শবরীমালা মন্দিরে আয়াপ্পা দর্শন করেছিলেন কনকদুর্গা এবং বিন্দু ৷ তারপর থেকেই বিক্ষোভকারীদের রোষের মুখ পড়তে হয় তাঁদের ৷ এছাড়াও কনকদুর্গার স্বামীও তাঁকে বাড়িতে ঢুকতে দেননি ৷ অবশেষে, গতকাল অর্থাৎ মঙ্গলবার কেরলের মল্লপুরম গ্রামীণ আদালতের হস্তক্ষেপে বাড়ির পথে কনকদুর্গা ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সুপ্রিম রায়-কে সমর্থন, সব বয়সের মহিলাদের শবরীমালায় প্রবেশের পক্ষে বোর্ড
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement