গোয়ার মুখ্যমন্ত্রী হচ্ছেন মনোহর পারিকর

Last Updated:

গোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর।

#পানাজি: উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের মতো এবার গোয়াতেও সরকার গঠন করতে চলেছে বিজেপি ৷ মুখ্যমন্ত্রী পদে মনোহর পারিকরকেই পুনরায় বেছে নেওয়া হয়েছে ৷ বর্তমানে কেন্দ্রীয় প্রতিরক্ষমন্ত্রী মনোহর পারিকর এর আগেও গোয়ার মুখ্যমন্ত্রী হয়েছেন ৷ রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি রবিবারই জানিয়েছেন মনোহর, তাতে সম্মতি জানিয়েছেন রাজ্যপাল মৃদুলা সিনহা ৷ আগামীকাল, মঙ্গলবারই গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন পারিকর ৷ বিকেল পাঁচটা থেকে শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান ৷ প্রতিরক্ষা মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়েই ফের একবার গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মনোহর পারিকর ৷
গোয়ায় বিজেপির ১৩ জন বিধায়কের পাশাপাশি সমর্থন আরও ৮ বিধায়কের ৷ MGP-র ৩, GFP-র-৩ ও দুই নির্দলের সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সফল বিজেপি ৷ মোট ২১ বিধায়কের সমর্থন, দাবি পারিকরের ৷ শপথ গ্রহণের ১৫ দিনের মধ্যে আস্থা ভোট দিয়ে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে পারিকরকে ৷
কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি বলেন, “গোয়ার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগে মনোহর পারিকর প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন।” সাংবাদিক বৈঠক করে পরে মনোহর পারিকর বলেন, “মন্ত্রী হিসেবে এতদিন যা করেছি ভালবেসে করেছি। দেশবাসীর জন্য কাজ করেছি। আমার গর্ব হয় কারণ আমাদের সরকারের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই।”
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
গোয়ার মুখ্যমন্ত্রী হচ্ছেন মনোহর পারিকর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement