#নয়াদিল্লি: দিল্লির সাতটি লোকসভা আসনেই এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি৷ নয়াদিল্লি কেন্দ্র থেকে এগিয়ে বিজেপি প্রার্থী মীনাক্ষি লেখি৷ দিল্লি কংগ্রেসের সভাপতি অজয় মাকেনের বিরুদ্ধে লড়ছেন তিনি৷এই কেন্দ্রের আপ প্রার্থী বৃজেশ গোয়েল৷দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে আপ প্রার্থী রাঘব চাড্ডা ও কংগ্রেস প্রার্থী বিজেন্দ্র সিংকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রমেশ ভিদুরি৷
চাঁদনি চক কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী হর্ষ বর্ধন, উত্তর-পূর্ব দিল্লি কেন্দ্র থেকে এগিয়ে বিজেপি দিল্লির সভাপতি মনোজ তিওয়ারি৷এই কেন্দ্রে পিছিয়ে রয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত৷উত্তর-পশ্চিম দিল্লি কেন্দ্র থেকে এগিয়ে বিজেপি প্রার্থী সুফি গায়ক হংস রাজ হংস৷ পূর্ব দিল্লি কেন্দ্র থেকে আম আদমি পার্টির অতিসীকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর৷পশ্চিম দিল্লি কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী প্রবেশ বর্মা৷
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elections 2019, Loksabha Elections 2019, New Delhi