Assembly Elections 2023: ভোটের দিন ঘোষণা হল না, মধ্যপ্রদেশ- ছত্তিসগঢ়ে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা বিজেপি-র

Last Updated:
ভোট নিয়ে আগে ভাগে তৎপর বিজেপি নেতৃত্ব৷
ভোট নিয়ে আগে ভাগে তৎপর বিজেপি নেতৃত্ব৷
নয়াদিল্লি: ভোটের দিন এখনও ঘোষণা হয়নি৷ তার অনেক আগেই এবার মধ্যপ্রদেশ এবং ছত্তিসগঢ়়ের বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি৷ এই প্রথম বার িনর্বাচন কমিশন ভোটের দিন ঘোষণার আগেই প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি৷
৯০ আসনের ছত্তিসগঢ় বিধানসভার ২১টি আসনের প্রার্থীদের নাম এ দিন বিজেপি ঘোষণা করে দিয়েছে৷ অন্যদিকে, ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভার ৩৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে পদ্ম শিবির৷
advertisement
গতকালই বিজেপি-র কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে সভাপতিত্ব করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিজেপি-র এই কমিটিই নির্বাচনের জন্য দলের রণকৌশল এবং প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়৷
advertisement
কিন্তু নির্বাচনের দিন ঘোষণার এত আগে কেন হঠাৎ তড়িঘড়ি প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি? রাজনৈতিক মহলের ধারণা, প্রার্থীপদ নিয়ে দলের মধ্যে কোনও বিক্ষোভ মাথাচাড়া দিলে তা যাতে সামাল দেওয়া যায়, তা নিশ্চিত করতেই এই কৌশল নিয়েছে বিজেপি নেতৃত্ব৷
মধ্যপ্রদেশ, ছত্তিসগড় ছাড়াও এ বছরই রাজস্থান, তেলেঙ্গানা এবং মিজোরামেও বিধানসভা ভোট রয়েছে৷ কর্ণাটকে বিপর্যয়ের পর এই রাজ্যগুলিতে আর কোনও ঝুঁকি নিতে চায় না বিজেপি নেতৃত্ব৷
advertisement
যে রাজ্যগুলিতে ভোট রয়েছে, তার মধ্যে ছত্তিসগড়, রাজস্থান এবং তেলেঙ্গানায় বিরোধীরা ক্ষমতায় রয়েছে৷ মিজোরামে মিজো ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে জোট সরকার রয়েছে বিজেপি-র৷ যদিও মণিপুরে অশান্তির প্রভাব মিজোরামে বিজেপি-র জোট সরকারের উপরেও পড়েছে৷ ফলে সেখানেও বিজেপি যথেষ্ট চাপে রয়েছে, কারণ মণিপুরে অশান্তির জন্য বিজেপি শাসিত বীরেন সিং সরকারের দিকেই আঙুল উঠছে৷ আবার মধ্যপ্রদেশে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
advertisement
মধ্যপ্রদেশের জন্য যে প্রার্থী তালিকা বিজেপি এ দিন প্রকাশ করেছে, তার মধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নাম নেই৷ আবার ছত্তিসগঢ়ের ক্ষেত্রে প্রকাশিত প্রথম তালিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংয়ের মতো হেভিওয়েট নেতার নাম নেই৷
বাংলা খবর/ খবর/দেশ/
Assembly Elections 2023: ভোটের দিন ঘোষণা হল না, মধ্যপ্রদেশ- ছত্তিসগঢ়ে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা বিজেপি-র
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement