Bikash Ranjan Bhattacharya: 'ছেঁদো যুক্তি...', ভোটার কার্ড নিয়ে নির্বাচন কমিশনের যুক্তিকে তীব্র কটাক্ষ বিকাশের, 'সাধুবাদ' দিলেন তৃণমূলকে

Last Updated:

Bikash Ranjan Bhattacharya: ভোটার কার্ড নিয়ে নির্বাচন কমিশনের যুক্তিকে এবার তীব্র আক্রমণ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের।

বিকাশ রঞ্জন ভট্টাচার্য
বিকাশ রঞ্জন ভট্টাচার্য
কলকাতা: একই এপিক (সচিত্র পরিচয়পত্র) নম্বরে একাধিক নাম থাকা মানেই ভুয়ো ভোটার নয়। এপিক নম্বর এক হলেও ভোটকেন্দ্র এবং বিধানসভা কেন্দ্র আলাদা হয়। ভুয়ো ভোটার এবং একই নম্বরের একাধিক ভোটার কার্ড নিয়ে যখন অভিযোগ উঠতে শুরু করেছে, বিজ্ঞপ্তি জারি করে এমনই ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন। ভোটার কার্ড নিয়ে নির্বাচন কমিশনের যুক্তিকে এবার তীব্র আক্রমণ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের।
এই প্রসঙ্গে প্রবীণ সিপিআইএম নেতা তথা প্রাক্তন মেয়র বলেন, শাসক দলের কিছু নেতা যে প্রক্রিয়া ভোটার লিস্ট নিয়ে শুরু করেছেন আমি তাকে সাধুবাদ জানাই৷ আমরা তো স্ক্রুটিনি করি,শাসক দল-সহ সব রাজনৈতিক দলেরই করা উচিত। একই এপিক কার্ড নিয়ে নির্বাচন কমিশন যে যুক্তি দিচ্ছে তা একেবারেই ছেঁদো যুক্তি।
advertisement
advertisement
বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও বলেন, “ভোটাররা ভোট দিতে গেলে এপিক নম্বরই দেখা হয় বুথে, আমার নিজের অভিজ্ঞতা আছে। কেউ দেখে না কোন পোলিং স্টেশন, বুথ ইত্যাদি। সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশনকে দুর্বল যুক্তি সরিয়ে সঠিক পদক্ষেপ করতে হবে।”
advertisement
অন্যদিকে বিজেপির শমীক ভট্টাচাৰ্য শাসকদলের তোলা ভুয়ো এপিক কার্ড অভিযোগ প্রসঙ্গে- বলেন, “মানুষ যখন প্রতিবাদে নেমেছে তখন তাঁরা নির্বাচন কমিশনকে টার্গেট করেছে। এটা কোনও অবস্থায় প্রভাব ফেলতে পারে না। একটা অংশকে বাদ দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। কলকাতার মহানাগরিক, তিনিও নাকি ভুয়ো ভোটার ধরতে বেরিয়েছে। আসলে দিল্লির নির্বাচনের পর তৃণমূল ভয় পেয়ে নতুন নাটক করছে।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bikash Ranjan Bhattacharya: 'ছেঁদো যুক্তি...', ভোটার কার্ড নিয়ে নির্বাচন কমিশনের যুক্তিকে তীব্র কটাক্ষ বিকাশের, 'সাধুবাদ' দিলেন তৃণমূলকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement